TRENDING:

Coronavirus| ভারতে করোনা আক্রান্ত ৪০০ পেরলো! বিকেল থেকে লকডাউন

Last Updated:

গত ৩ দিনে সবচেয়ে বেশি মানুষের শরীরে করোনা ধরা পড়ল ভারতে৷ এর মূল কারণ, প্রাথমিক পর্যায়ে বিদেশি ও বিদেশ থেকে আগত ভারতীয় শরীর থেকে ছড়ানো৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪০০ পেরিয়ে গেল ৷ এখনও পর্যন্ত ৩১৫ জনের শরীরে ধরা পড়েছে মারণ ভাইরাস৷ রবিবার নতুন করে ৮১ জনের দেহে ধরা পড়েছে করোনা৷ একদিনে এত লাফিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়েনি৷ এরই সঙ্গে আশঙ্কা তৈরি করছে কমিউনিটিতে ছড়িয়ে পড়ার৷ করোনায় মৃত্যুর সংখ্যা ৮ ভারতে৷ আজ অর্থাত্‍ সোমবার থেকে পশ্চিমবঙ্গ-সহ দেশের ১৩টি রাজ্য সম্পূর্ণ লকডাউন৷
advertisement

রবিবার ৩ জনের মৃত্যু হয়েছে৷ মুম্বইয়ে মৃত্যু হয়েছে ৬৩ বছরের এক ব্যক্তির, পটনায় ৩৮ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে, সুরাতে মৃত্যু হয়েছে ৬৯ বছরের এক ব্যক্তির৷ দেশে এখনও পর্যন্ত যত জনের করোনায় মৃত্যু হয়েছে, তার মধ্যে পটনার ব্যক্তিই সবচেয়ে কম বয়সি৷ দিল্লি ও পঞ্জাবেও মৃত্যু হয়েছে করোনা আক্রান্তের৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গত ৩ দিনে সবচেয়ে বেশি মানুষের শরীরে করোনা ধরা পড়ল ভারতে৷ এর মূল কারণ, প্রাথমিক পর্যায়ে বিদেশি ও বিদেশ থেকে আগত ভারতীয় শরীর থেকে ছড়ানো৷ আজ অর্থাত্‍ সোমবার থেকেই সব ট্রেন বাতিল৷ মেট্রো বাতিল, ইন্টারসিটি বাতিল৷ শুধু মালগাড়ি চলবে৷ মহারাষ্ট্রে এখনও পর্যন্ত ৭৪ জনের শরীরে করোনা মিলেছে৷ তারপরেই কেরল৷ ৫২টি নিশ্চিত করোনা৷ দিল্লিতে ২৭ জনের শরীরে COVID19 পজিটিভ৷ তেলঙ্গানায় ২১, উত্তরপ্রদেশে ২৫, হরিয়ানায় ১৭, কর্নাটকে ২০, পঞ্জাবে ১৩, লাদাখে ১৩, গুজরাতে ১৪, তামিলনাড়ুতে ৬ জনের দেহে এখনও পর্যন্ত করোনা মিলেছে৷

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Coronavirus| ভারতে করোনা আক্রান্ত ৪০০ পেরলো! বিকেল থেকে লকডাউন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল