চিনে এবারের প্যারালিম্পিক্সেও সোনা জয় করে পদক তালিকার শীর্ষে থাকবে এমনটাই আশা৷ এথেন্সে ২০০৪ সাল থেকে শুরু হওয়া প্যারালিম্পিক্সে এই ছবিই দেখে এসেছে ক্রীড়া দুনিয়া৷ এবারে তাঁদের কাঁটায় কাঁটায় টক্কর দেবে জাপানের ২৫৪ জন অ্যাথলিট৷ করোনা অতিমারির জেরেই বাতিল হতে পারত এই পরিস্থিতি থেকে এক বছর বাদেও সেই করোনার ছায়াতেই আয়োজিত হচ্ছে ইভেন্ট৷ অলিম্পিক্স এবারেও টোকিওতে আয়োজন না হোক চেয়েছিল জাপানের মানুষ৷
advertisement
অলিম্পিক গেমস আয়োজনের শুরু থেকে জাপানে করোনা পরিস্থিতি নাটকীয়ভাবে আরও খারাপ হয়েছে৷ গত সপ্তাহে প্রতিদিন ২৫,০০০ বেশি করোনা সংক্রমণের ঘটনা সামনে এসেছে৷ যা তাদের দেশে রেকর্ড৷ বিশ্বের অন্যান্য দেশের তুলনায় জাপানে করোনা সংক্রমণ তুলনায় কম ছিল৷ এখনও অবধি সেই দেশে করোনা ভাইরাসের জেরে মারা গেছেন ১৫,৫০০ জন৷ ৷ যা বিশ্বের অন্যান্য অনেক দেশের তুলনায় কম৷ এদিকে এখনও অবধি জাপানের মোট জনতার মাত্র ৪০ শতাংশ পুরোপুরি ভ্যাকসিন পেয়েছে৷ সেক্ষেত্রে ডেল্টা ভ্যারিয়েন্টে (Delta variant) দ্রুত ছড়িয়ে পড়ছে৷
জাপান দলের উপ প্রধান মিকি ম্যাথেসন বলেছেন একেবারে চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে প্যারালিম্পিয়ানদের পারফর্ম করতে হবে, যা তাঁরা এর আগে কখনই করেননি৷ তিনি বলেছেন, ‘‘অতিমারির জন্য পরিস্থিতি অত্যন্ত কঠিন, কিন্তু ওঁরা ঔজ্জ্বল্য দেখাবেই৷’’
এবারের প্যারালিম্পিক্সে ২২ টি ইভেন্ট হবে৷ পাশাপাশি ব্যাডমিন্টন ও তাইকোন্ডো প্রথমবারের জন্য খেলা হবে৷
