সেখানে ব্রাজিলের জুডো দল যে হোটেলে বাস করছিলেন সেখানের আট কর্মচারী সংক্রমিত হয়েছে৷ টোকিওতে লাগাতার গত এক মাসে করোন সংক্রমণ বেড়েই চলেছে৷ তিনদিন আগে সেখানে করোনা সংক্রমণের ১৩০৮ টি কেস সামনে এসেছে৷
কিছুদিন আগে রাজধানী টোকিওতে করোনা সংক্রমণ আটকাতে এমার্জেন্সি চালু করে দেওয়া হয়েছে৷ ৬ সপ্তাহ আপৎকাল চালু থাকবে৷ মহামারি শুরু হওয়ার পর এই নিয়ে চতুর্থবার এভাবে আপৎকাল জারি করা হল৷ এমার্জেন্সির সময় পার্ক, মিউজিয়াম, থিয়েটার, অধিকাংশ দোকান, রেস্তোঁরা রাত ৮ টা-র মধ্য বন্ধ করে দেওয়ার অনুরোধ করা হয়েছে৷
advertisement
পাঁচদিন আগেই ১৩ জুলাই অলিম্পিক্স ভিলেজ খুলে দেওয়া হয়েছে৷ গেমস ভিলেজে রোজ করোনা পরীক্ষা হবে অ্যাথলিটদের৷ ক্রীড়াবিদরা কোভিড রিপোর্ট নিয়ে জাপান পৌঁছবেন৷ সেখানে পৌঁছনোর পর ফের তাঁদের করোনা পরীক্ষা হবে৷ ভিলেজে মাস্ক পরে থাকতে হবে৷ টিকাকরণ হয়ে গেলেও মাস্ক পরে থাকতেই হবে৷ ঘরের মধ্যে সামাজিক দূরত্ববিধি, হাত ধোওয়া -র বিষয়গুলি মানতে হবে, আর এগুলি বারবার মনে করিয়ে দেওয়া হবে৷ অলিম্পিক্সের জন্য ১১ হাজার এবং ২৪ অগাস্ট থেকে শুরু হওয়া প্যারা অলিম্পিক্সের জন্য ৪,৪০০ অ্যাথলিট পৌঁছনোর কথা৷ আন্তর্জাতিক অলিম্পিক সমিতি জানিয়েছে ভিলেজে আসা ৮০ শতাংশ অ্যাথলিটের করোনা টিকার ২ টি ডোজ নেওয়া হয়ে গেছে৷