টিকা নিয়ে এদিন মদন বলেন, “মিঠুন চক্রবর্তী বলেছেন এক ছোবলেই ছবি। তাই আমি ভয়ে আগে থেকে ভ্যাকসিন নিয়ে নিলাম।" পরে তিনি অবশ্য আরও একটু বিস্তারে গিয়ে বলেন, "মুম্বই থেকে কোনও আর্টিস্টরা আসতে চাইছেন না করোনার ভয়ে। এদিকে প্রতিদিন বিজেপির বহিরাগতরা আসছেন বাইরে থেকে। তাঁদের কারও সংক্রমণ আছে কিনা বা ভ্যাকসিন দেওয়া আছে কি না জানি না। ফলে সংক্রমণ ছড়াতেই পারে। তাই আগেভাগেই এই সাবধানতা।"
advertisement
মিঠুন চক্রবর্তীকে জোরালো আক্রমণ করে মদনের সংযোজন, “পদ্মফুলে ছাপ, ঘরে ঢুকবে গোখরো সাপ। তাই যে যেখানে আছেন ভ্যাকসিনটা নিয়ে রাখুন। আর আমি মিঠুন চক্রবর্তীকে বলব, মিঠুনদা নাচুন না, আপনি দয়া করে বম্বে চলে যান না। এভাবে এত লোক নিয়ে রাস্তায় বের হলে যে করোনা হু হু করে বাড়বে।”
৪৫ ঊর্ধ্ব অথচ কো-মর্বিডিটি আছে এমন সমস্ত নাগরিককে করোনার টিকা দিচ্ছে স্বাস্থ্যমন্ত্রক। সেই অভিযানে অংশ নিলেন তৃণমূলের কামারহাটির প্রার্থী মদন মিত্রও। তবে একইসঙ্গে রাজনৈতিক আক্রমণের সুযোগটুকুও হাতছাড়া করলেন না পোড়খাওয়া রাজনৈতিক নেতা।
উল্লেখ্য, এদিন বরানগরে বিজেপি প্রার্থী পার্নো মিত্রর সমর্থনে বিরাট রোড শো করেন মিঠুন চক্রবর্তী। সেখানে মহাগুরুকে ঘিরে কার্যত জনপ্লাবন দেখা যায়। শুধু এখানেই নয়, গত কয়েকদিনে যেখানে যেখানে মিঠুন প্রচারে গিয়েছেন, তাঁকে দেখতে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। ভ্যাকসিন নিয়ে সেদিকেই মূলত আক্রমণ শানিয়েছেন মদন মিত্র।