দিল্লির আনন্দ বিহারে নিয়ে ৩ কিলোমিটার লম্বা লাইনে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ। বিভিন্ন রাজ্য থেকে দিল্লি, উত্তরপ্রদেশে গিয়েছিলেন কাজের জন্য৷ পেটের দায়ে৷ বাংলা থেকেও রয়েছেন৷ ঠিকঠাক বাড়ি পৌঁছনো যাবে তো? কিন্তু শনিবার সকাল থেকে রাত— তাঁদের সকলের বাড়ি যাওয়ার কোনও ব্যবস্থা হয়নি।
শনিবার সকাল থেকে দিল্লির আনন্দ বিহার বাস টার্মিনাসে থিকথিকে ভিড়। লকডাউনে স্তব্ধ গোটা দেশ, তখন সকাল থেকে রাত পর্যন্ত বাড়ি ফেরার আশায় বাস টার্মিনালে কয়েক হাজার মানুষ। লকডাউনের জেরে কাজ তো বন্ধ হয়ে গিয়েছেই, দু’বেলা দু’মুঠো খাবার জোগাড় করাও দায় হয়ে দাঁড়িয়েছে। তাই বাক্স-প্যাঁটরা গুছিয়ে বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন হাজার হাজার মানুষ।
advertisement
চলছে হাতে গোনা কিছু বাস। তার ভরসাতেই সকাল থেকে বাস টার্মিনাসে এসে ভিড় জমাতে শুরু করেন হাজার হাজার মানুষ। সন্তান কোলে ভিড়ে শুকনো মুখে দাঁড়িয়ে কয়েকশো মহিলাও৷ দেশের বিভিন্ন রাজ্যের বাসিন্দা৷
