TRENDING:

রাজ‌্যে তৃতীয় করোনা আক্রান্তের খোঁজ, ক্রমে আতঙ্ক তীব্র

Last Updated:

এই নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল তিন–এ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#‌কলকাতা: রাজ‌্যে তীব্র হচ্ছে করোনা আতঙ্ক। গতকাল, শুক্রবার একজন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছিল ৷ আজ, শনিবার ফের নতুন করে একজন আক্রান্তের সন্ধান মিলেছে। ওই তরুণী স্কটল্যান্ড থেকে ফিরেছিলেন। তিনি হাবড়ার বাসিন্দা। গতকাল, শুক্রবার গভীর রাতে তাঁর লালারস পরীক্ষা করতে বেলেঘাটা নাইসেডে পাঠানো হয়। রাতেই রিপোর্ট আসে। সেখানে দেখা যায় ওই তরুণী করোনা পজিটিভ। আপাতত তিনি বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি রয়েছেন। এই নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল তিন–এ। স্বাভাবিকভাবে করোনার কারণে এখন তীব্র আতঙ্কে ভুগছেন সাধারণ মানুষ। এভাবে রোগের প্রকোপ যদি বাড়াতে থাকে, তাহলে গৃহবন্দি হয়ে থাকা ছাড়া আর বাঁচার কোনও উপায় নেই বলেই মনে করছেন সাধারণ মানুষ ৷
advertisement

হাবড়ার তরুণী দেশের ফেরার পর গৃহবন্দী ছিলেন বলেও জানিয়েছে বাড়ির লোকেরা। যদিও সেই তথ্য খতিয়ে দেখছে প্রশাসন। স্কটল্যান্ডে গবেষণার কাজে গিয়েছিলেন ওই তরুণী। দেশে ফেরার পর বাড়িতেই ছিলেন। তারপর দিন দু’য়েক আগে তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে উপসর্গ না দেখা দিলেও হঠাৎ তাঁর সর্দি কাশি দেখা যায়। তারপরই পরীক্ষা করা হয় লালারস। নাইসেডে পরীক্ষা করে দেখা যায় করোনা পজিটিভ। তারপরই শোরগোল পড়ে যায় চিকিৎসক মহলে।

advertisement

গতকাল ইংল্যান্ড ফের এত যুবকের দেহে করোনা ভাইরাসের সন্ধান পাওয়া যায়। সেই যুবক অববিবেচকের মতো শহরের নানা প্রান্তে ঘুরেছিল বলেও খবর মেলে। পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী বলেন, করোনা সন্দেহ হলে বা করোনা আক্রান্ত হলে মানুষ যেন হাসপাতাল অথবা বাড়িতে অবশ্যই গৃহবন্দি থাকেন। না হলে ফোর্স কোয়েরেন্টাইন করবে রাজ্য। করোনার সঙ্গে লড়াইয়ে একের পর ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী। প্রশাসন তৈরি থাকলেও মানুষের মধ্যে সচেতনতাও আসল কথা, সেটাই মনে করিয়ে দেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজো নয়, বর্ধমানের 'এই' গ্রামে কালীপুজোই আসল! দূরদূরান্ত থেকে ছুটে আসে মানুষ
আরও দেখুন

কিন্ত শনিবার সকালে ফের নতুন করে এক করোনা আক্রান্তের খবর আসায় স্বাভাবিকভাবে চিন্তা বেড়েছে প্রশাসন। এখন দেখার এই ‌তরুণীও অন্য দুজনের মতো ঘুরে বেরিয়েছিলেন নাকি বিবেচকের মতো সিদ্ধান্ত নিয়ে যথেষ্ট সুরক্ষা নিয়েছিলেন।

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
রাজ‌্যে তৃতীয় করোনা আক্রান্তের খোঁজ, ক্রমে আতঙ্ক তীব্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল