গত সপ্তাহেই বাংলা লাগোয়া প্রতিবেশী দেশের সঙ্গে স্থলবাণিজ্যের জন্য সীমান্ত খুলে দেওয়ায় ছাড়পত্র দেয় কেন্দ্র ৷ কেন্দ্রের অভিযোগ আবারও নির্দেশ মানছে না রাজ্য ৷ বুধবার মুখ্যসচিব রাজীব সিনহাকে চিঠি পাঠিয়ে অজয় ভাল্লা লিখেছেন, স্থলবন্দর দিয়ে অত্যাবশকীয় পণ্য পরিবহণে ‘বাধা’ দিচ্ছে রাজ্য ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা পশ্চিমবঙ্গকে পাঠানো সত্ত্বেও সীমান্ত বাণিজ্য নিয়ে কোনও পদক্ষেপ করছে না রাজ্য সরকার। ফলে সীমান্তের দু'দিকেই বিরাট সংখ্যক পণ্যবাহী ট্রাক আটকে পড়েছে। যা ভারতের জন্য কূটনৈতিক ও আন্তর্জাতিক সমস্যা তৈরি করেছে। পশ্চিমবঙ্গের এই অবস্থান কেন্দ্রীয় আইনের পরিপন্থী।
advertisement
আন্তর্জাতিক বিষয়ে কেন রাজ্য হস্তক্ষেপ করছে চিঠিতে অভিযোগ স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লার ৷ কেন্দ্রের নির্দেশ মানতে ফের রাজ্যকে অনুরোধ জানিয়েছেন তিনি ৷
Location :
First Published :
May 06, 2020 5:47 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
সীমান্ত বাণিজ্যে বাধা দেওয়ার অভিযোগ, মুখ্যসচিবকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের