ব্রিটেনে এখনও পর্যন্ত ৯৬ লাখ মানুষকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ প্রয়োগ করেছে। নতুন প্রকাশিত সমীক্ষাটি পরিচালনা করেছে ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। আনুষ্ঠানিকভাবে এর ফলাফল এখনও প্রকাশ করা হয়নি। তবে এতে দেখা গিয়েছে, তাদের তৈরি ভ্যাকসিনটি সংক্রমণ ঠেকাতে উল্লেখযোগ্য মাত্রায় কার্যকর। এর অর্থ হলো এই ভ্যাকসিন গ্রহণকারীরা অন্যদের সংক্রমিত হওয়া থেকেও সুরক্ষা দেবেন।
advertisement
এর ফলাফলকে উৎসাহজনক বলে আখ্যা দিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। সংবাদসংস্থা বিবিসিকে তিনি বলেন, সংক্রমণ কমিয়ে দেওয়ায় ভ্যাকসিনটি তাঁদের মহামারি অবসানে সাহায্য করবে।
সংক্রমণ কমানো ছাড়াও দেখা গেছে, ভ্যাকসিনটির একটি ডোজ নেওয়ার পরও তিন মাস পর্যন্ত ৭৬ শতাংশ কার্যকর। গবেষকরা বলছেন, প্রথম ডোজের পর চার থেকে ১২ সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজ নেওয়া যেতে পারে।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর থেকে যুক্তরাজ্যে লকডাউন চলছে। এর ফলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে এবং কবে এই লকডাউন শেষ হবে তাও অনিশ্চিত। ফেব্রুয়ারির মাঝামাঝি পরিস্থিতি যাচাই করা হবে বলে ধারণা করা হচ্ছে।
