TRENDING:

করোনার থাবায় এভারেস্ট-সহ নেপালের সব পর্বত শৃঙ্গ অভিযান বাতিল, কোটি কোটি টাকা ক্ষতির মুখে

Last Updated:

সিদ্ধান্ত নেপাল সরকারের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কাঠমাণ্ডু: আশঙ্কা বারছিল দিনেদিনে, যে ভাবে গোটা বিশ্বে করোনা থাবা বসিয়েছে তাতে এই সিদ্ধান্তে আস্তে বাধ্য হল নেপাল সরকারকে | চিন আগেই বাতিল করে দিয়েছে তিব্বতের দিক থেকে এভারেস্ট অভিযান | এবার সেই পথেই হাঁটলো নেপাল | এভারেস্ট সহ সব পর্বত শৃঙ্গ অভিযান বাতিলের সিদ্ধান্ত নিলো | বৃহস্পতিবার একটি বৈঠকে নেপালের উপ প্রধানমন্ত্রী ঈশ্বর পোখারেল একটি উচ্চপর্যায় কমিটি গঠন করেছেন |
advertisement

চিফ সেক্রেটারি কে দায়িত্ব দেওয়া হয়েছে সব দিক খতিয়ে দেখে খুব দ্রুত অভিযান বাতিলের সিদ্ধান্ত সরকারি ভাবে ঘোষণা করার জন্য | এবং বিদেশী পর্যটকদের ভিসা দেওয়াও বন্ধ করতে বলা হয়েছে | ২০১৪ সালে বেশ কয়েকটি দুর্ঘটনার জন্য মাঝ পথে এভারেস্ট অভিযান বন্ধ হয়েছিল, তারপর ২০১৫ সালে ভয়াভয় ভূমিকম্পের কারনে অভিযান শুরু দু-তিনদিনের মধ্যেই সব অভিযান বাতিল করতে হয়েছিল | এবার একেবারেই শুরুর আগেই ধাক্কা |

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

এই বছরে পর্বতশৃঙ্গ অভিযান বন্ধ হলে পরসি ৩০০ কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে নেপালের পর্যটন ব্যবসার সাথে যুক্ত মানুষদের অবশ্যই বড় মাপের আর্থিক ক্ষতি হবে সরকারেরও | এভারেস্ট অভিযানের ক্ষেত্রে বিদেশী অভিযাত্রীদের অনুমতির জন্য সরকারকে দিতে হতো এগারো হাজার ডলার |

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনার থাবায় এভারেস্ট-সহ নেপালের সব পর্বত শৃঙ্গ অভিযান বাতিল, কোটি কোটি টাকা ক্ষতির মুখে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল