সংবাদপত্র ডেইলি মেলের খবর অনুযায়ী, করোনায় আক্রান্ত কিশোরকে বাঁচানোটাই একসময় কঠিন হয়ে পড়েছিল ৷ কিন্তু চিকিৎসকরা পরীক্ষামূলক ভাবেই ইবোলার ওষুধ রেমেসিভির ব্যবহার করার ফলেই তা কাজে দেয় ৷ ছেলে অসুস্থ হয়ে পড়লেই অ্যাম্বুল্যান্সে করে তাকে নিয়ে হাসপাতালে আসে মা ৷ এরপর তারা দু’জনেই হাসপাতালে ভর্তি হন ৷ কিশোরের চিকিৎসায় কোনও উন্নতি হচ্ছিল না ৷ ডাক্তাররা তাই ঠিক করেন এবার ইবোলার ওষুধ রেমডেসিভির দিয়েই দেখবেন তাঁরা ৷ আর সেই কাজে সফল চিকিৎসকরা ৷ ইবোলার ওষুধই শেষপর্যন্ত কাজে দেয় কিশোরের ৷
advertisement
কিশোরের মা ডিয়ানে টায়েল বলেন, ‘‘আমার ছেলের অবস্থা খারাপের দিকে যাচ্ছিল। আমরা দিশেহারা হয়ে পড়েছিলাম। সে কারণে ৯৯৯ নম্বরে ফোন করে অ্যাম্বুল্যান্স ডাকি। পরিস্থিতি বেগতিক দেখে চিকিৎসকরা রেমডেসিভির ব্যবহার করেছেন।’’
মার্কিন যুক্তরাষ্ট্রে এক গবেষণায় দেখা গিয়েছে, রেমডেসিভির ব্যবহারের চারদিনের মধ্যেই রোগী সুস্থ হয়ে যাচ্ছে। তবে হার্টের সমস্যায় ভুগতে থাকা রোগীদের ক্ষেত্রে রেমডেসিভির বিপজ্জনক।