TRENDING:

Tamil Nadu : অতিমারীতে ছেলের 'সাইকেল'ই সম্বল! অভাবের তাড়নায় 'লাঙ্গল' বানিয়ে চাষ কৃষকের...

Last Updated:

করোনাকালে ক্রমশ অভাব গ্রাস করেছে পরিবারকে। তাই কোনও উপায় না পেয়ে ছেলের সাইকেলকেই (Cycle Transformed to Plough) লাঙ্গল বানালেন কৃষক নাগরাজ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

বিরল এই ঘটনা ঘটেছে তামিলনাড়ুর থিরুথানি জেলার আগুর গ্রামে। করোনাকালে ক্রমশ অভাব গ্রাস করেছে পরিবারকে। তাই কোনও উপায় না পেয়ে ছেলের সাইকেলকেই (Cycle Transformed to Plough) লাঙ্গল বানালেন কৃষক নাগরাজ। তিনি জানান, করোনা আবহের মধ্যেও পেটের দায়ে চাষাবাদ(Cultivation Of Crop) চালিয়ে যেতে হয়েছে তাঁকে। ঋণ নিয়ে কয়েক মাস চালাতে পারলেও, লকডাউনে ঘরে সমস্ত সদস্যরা বন্দি থাকায় সেই টাকাও ফুরিয়ে আসে। ফলে রোজগারের জন্য চাষাবাদ শুরু করতে বাধ্য হন নাগরাজ।

advertisement

বাবার দেওয়ার জমিটুকুই একমাত্র সম্বল নাগরাজের। বরাবরই ফুলের চাষ করেন তিনি। সেই ফুল, যা দিয়ে তামিলনাড়ুর বিভিন্ন মন্দিরে পুজো দেওয়া হয়। কিন্তু লকডাউনের কারণে মন্দির বন্ধ থাকায় রোজগারের পথ একেবারে বন্ধ হয়ে যায়। করোনা বিধিনিষেধ খানিকটা শিথিল হওয়ায় তাই ফের জমিতে নেমে পড়েছেন নাগরাজ।

ছেলের সাইকেলকে লাঙ্গল বানিয়ে নাগরাজ চাষ করছেন। সংবাদমাধ্যমের কাছে জানালেন, স্কুলে যাওয়ার জন্য এই সাইকেলটা ব্যবহার করত তাঁর একমাত্র ছেলে। কিন্তু করোনা আবহে অনলাইনে পড়াশোনা করতে হচ্ছে বলেই স্কুলে যেতে হচ্ছে না তাকে। তাই সাইকেল কাজে লাগিয়েছেন নাগরাজ। অনলাইন ক্লাস সেরে দুপুরে খাবার দিতে আসার পর চাষের কাজে বাবাকে সাহায্য করে নাগরাজের একমাত্র ছেলেও। সাইকেল চাষাবাদের কাজে ব্যবহার করায় কোনও দুঃখ নেই তার। বরং ছোট বয়সেই পরিবারের পাশে থাকতে পেরে সে খুশি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নাগরাজ জানান, লকডাউনের কারণে আগুর গ্রামের ৮০০ কৃষক পরিবার তাঁদের মতোই কঠিন সময়ের মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছেন। এই গ্রামের প্রতিটা কৃষক ছোট ছোট জমিতে চাষ করে যা পান, তাতেই কোনও মতে পেট চলে পরিবারের। লকডাউন তাঁদের চরম দুর্দশায় ঠেলে দিয়েছে। কেন্দ্রের তরফে সাহায্যের হাত বাড়ালে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারবেন তাঁরা। তারই আবেদন জানিয়েছেন সংবাদ মাধ্যমের মাধ্যমে।

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Tamil Nadu : অতিমারীতে ছেলের 'সাইকেল'ই সম্বল! অভাবের তাড়নায় 'লাঙ্গল' বানিয়ে চাষ কৃষকের...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল