সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এ দিন একটি মামলার শুনানি চলাকালীন এই মন্তব্য করেছেন৷ তিনি বলেন, 'একজন নাগরিক বা বিচারপতি হিসেবে এটা আমার কাছে গভীর চিন্তার বিষয়৷ কোনও নাগরিক যদি সোশ্যাল মিডিয়ায় অভিযোগ জানান, কোনওভাবেই যেন সেই তথ্য দমানোর চেষ্টা না করা হয়৷ আমাদের উচিত সবার কথা শোনা৷ কেউ অক্সিজেন বা বেড চেয়ে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ জানালে যদি তাঁকে হেনস্থার শিকার হতে হয়, তাহলে আমরা তাকে আদালতের অবমাননা হিসেবেই ধরে নেব৷ মানুষ এখন গভীর সংকটের মধ্যে রয়েছে৷'
advertisement
বিচারপতি চন্দ্রচূড় আরও অভিযোগ করেন, পরিস্থিতি অত্যন্ত খারাপ৷ এমন কি, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরাও ঠিকমতো চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি৷
মানুষ সামাজিক মাধ্যমে অভিযোগ জানালেই তা মিথ্যে বলে ধরে নেওয়ার কোনও কারণ নেই বলেও মন্তব্য করে আদালত৷ পাশাপাশি, মন্দির, মসজিদ সহ সমস্ত ধর্মীয় স্থান, হোস্টেলগুলিকেও করোনা রোগীদের চিকিৎসার কাজে যাতে ব্যবহার করা হয়, সেই পরামর্শও দিয়েছে সুপ্রিম কোর্ট৷