TRENDING:

Supreme Court on Oxygen Crisis: অক্সিজেন, বেড নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হলে কাউকে হেনস্থা নয়, কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

Last Updated:

বিচারপতি চন্দ্রচূড় আরও অভিযোগ করেন, পরিস্থিতি অত্যন্ত খারাপ৷ এমন কি, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরাও ঠিকমতো চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: অক্সিজেন বা বেড না পেয়ে কোনও নাগরিক যদি সোশ্যাল মিডিয়ায় সরব হন, তাহলে তার বিরুদ্ধে কোনও রকম দমনমূলক পদক্ষেপ করতে পারবে কোনও রাজ্য সরকার৷ করোনার চিকিৎসা সংকট নিয়ে একটি মামলার শুনানি চলাকালীন এ দিন এ ভাবেই হুঁশিয়ারি দিয়েছে সুপ্রিম কোর্ট৷ এই কারণে কোনও নাগরিককে েহনস্থা করা হলে তা আদালতের অবমাননা হিসেবে গণ্য করা হবে বলেও সতর্ক করে দিয়েছে শীর্ষ আদালত৷
সরকারকে নোটিস দিল সুপ্রিম কোর্ট।
সরকারকে নোটিস দিল সুপ্রিম কোর্ট।
advertisement

সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এ দিন একটি মামলার শুনানি চলাকালীন এই মন্তব্য করেছেন৷ তিনি বলেন, 'একজন নাগরিক বা বিচারপতি হিসেবে এটা আমার কাছে গভীর চিন্তার বিষয়৷ কোনও নাগরিক যদি সোশ্যাল মিডিয়ায় অভিযোগ জানান, কোনওভাবেই যেন সেই তথ্য দমানোর চেষ্টা না করা হয়৷ আমাদের উচিত সবার কথা শোনা৷ কেউ অক্সিজেন বা বেড চেয়ে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ জানালে যদি তাঁকে হেনস্থার শিকার হতে হয়, তাহলে আমরা তাকে আদালতের অবমাননা হিসেবেই ধরে নেব৷ মানুষ এখন গভীর সংকটের মধ্যে রয়েছে৷'

advertisement

বিচারপতি চন্দ্রচূড় আরও অভিযোগ করেন, পরিস্থিতি অত্যন্ত খারাপ৷ এমন কি, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরাও ঠিকমতো চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মানুষ সামাজিক মাধ্যমে অভিযোগ জানালেই তা মিথ্যে বলে ধরে নেওয়ার কোনও কারণ নেই বলেও মন্তব্য করে আদালত৷ পাশাপাশি, মন্দির, মসজিদ সহ সমস্ত ধর্মীয় স্থান, হোস্টেলগুলিকেও করোনা রোগীদের চিকিৎসার কাজে যাতে ব্যবহার করা হয়, সেই পরামর্শও দিয়েছে সুপ্রিম কোর্ট৷

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Supreme Court on Oxygen Crisis: অক্সিজেন, বেড নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হলে কাউকে হেনস্থা নয়, কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল