সুব্রহ্মণ্যম স্বামীর দাবি, রেলমন্ত্রী পীযূষ গয়ালের দফতরের সঙ্গে কথা বলার পরই এই দাবি করছেন তিনি৷ বিজেপি সাংসদের দাবি, রেলমন্ত্রীর দফতর থেকে তাঁকে জানানো হয়েছে, শ্রমিকদের ট্রেন ভাড়ার ৮৫ শতাংশ বহন করবে কেন্দ্রীয় সরকার৷ আর বাকি ১৫ শতাংশ বহন করে রাজ্যগুলি৷
শ্রমিকদের থেকে রেল ভাড়া নেওয়ায় কেন্দ্রের ভূমিকায় ক্ষোভ উগরে দিয়েছেন স্বামী৷ তিনি লিখেছেন, 'আধপেটা খাওয়া পরিযায়ী শ্রমিকদের থেকে চড়া হারে রেল ভাড়া নিয়ে অত্যন্ত অবিবেচকের পরিচয় দিয়েছে ভারত সরকার৷ বিদেশে আটকে থাকা ভারতীয়দের এয়ার ইন্ডিয়ার বিমানে বিনামূল্যে নিয়ে আসা হয়েছিল৷ যদি রেল শ্রমিকদের খরচ বহন করতে অরাজি থাকে তাহলে PM CARES তহবিল থেকে সেই ভাড়ার খরচ মিটিয়ে দেওয়া হোক৷'
এর পরেই তিনি লিখেছেন, 'রেলমন্ত্রী পীযূষ গয়ালের দফতরের সঙ্গে কথা হলো৷ পরিযায়ী শ্রমিকরা বিনামূল্য সফর করবেন৷ কেন্দ্রীয় সরকার ৮৫ শতাংশ টাকা দেবে, রাজ্য সরকার ১৫ শতাংশ খরচ বহন করবে৷ মন্ত্রক খুব শিগগিরই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করবে৷'
একই ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হয়েছিল কংগ্রেস৷ সনিয়া গান্ধি জানিয়েছিলেন, পরিযায়ী শ্রমিকদের ট্রেন ভাড়ার খরচ বহন করবে কংগ্রেস৷