TRENDING:

Subhrajit Chatterjee: করোনা হয়নি ছেলের, মৃত্যুর এক বছর পর জানতে পারলেন মেধাবী ছাত্রের বাবা-মা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মৃ্ত্যুর পর কেটে গিয়েছে এক বছরেরও বেশি সময়৷ গত বছর জুলাই মাসে মৃত্যু হওয়া মেধাবী ছাত্র শুভ্রজিৎ চট্টোপাধ্যায়ের বাবা- মা এতদিনে জানতে পারলেন, আসলে করোনাতেই আক্রান্ত হয়নি তাঁদের ছেলে! অথচ করোনা হয়েছে এই আশঙ্কাতেই একাধিক হাসপাতাল ঘুরে কার্যত বিনা চিকিৎসায় শুভ্রজিতের মৃত্যু হয় বলে অভিযোগ৷
advertisement

গত বছর জুলাই মাসে করোনা অতিমারির মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে উত্তর চব্বিশ পরগণার ইছাপুরের বাসিন্দা শুভ্রজিৎ চট্টোপাধ্যায়৷ বুক ধড়ফড় এবং শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় তাঁর৷ অভিযোগ, শুভ্রজিৎকে প্রথমে বেলঘড়িয়ার কাছে মিডল্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু সেখানে কয়েক মিনিটের মধ্যেই একটি পরীক্ষা করে দাবি করা হয়, সে করোনায় আক্রান্ত৷ এর পর ভর্তি না করিয়েই শুভ্রজিৎকে অন্য হাসপাতােল রেফার করা হয়৷

advertisement

শেষ পর্যন্ত শুভ্রজিৎকে নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজে পৌঁছয় তাঁর পরিবার৷ আগের বেসরকারি হাসপাতাল থেকে শুভ্রজিৎ করোনা আক্রান্ত বলে লিখে দেওয়ায় মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষও াতাকে ভর্তি নিতে টালবাহানা করে৷ ১৬ অগাস্ট শুভ্রজিতের আরটি পিসিআর টেস্ট করা হয়৷ কিন্তু সেই রিপোর্টই এতদিন পাননি তার বাবা-মা৷

এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে টানাপোড়েনের মধ্যেই শুভ্রজিতের মৃত্যু হয়৷ উচ্চ মাধ্যমিকের ফল বেরোলে দেখা শুভ্রজিৎ ৭৫ শতাংশের বেশি নম্বর পেয়েছ৷ কিন্তু মাসের পর মাস কেটে গেলেও শুভ্রজিতের সত্যিই করোনা হয়েছিল কি না, তা জানতে পারেনি মেধাবী ছাত্রের পরিবারটি৷ ওই রিপোর্ট পেতে আদালতের দ্বারস্থও হতে হয় তাঁদের৷ তথ্যের অধিকার আইনেও রিপোর্ট দেখার আর্জি জানানো হয়৷ শেষ পর্যন্ত এ দিন বেলঘড়িয়া থানার তরফে শুভ্রজিতের পরিবারের হাতে মেডিক্যা্ল কলেজে করা করোনা পরীক্ষার সেই রিপোর্ট তুলে দওয়া হয়৷ সেখানেই স্পষ্ট উল্লেখ রয়েছে, শুভ্রজিতের আদৌ করোনা হয়নি৷

advertisement

শুভ্রজিতের এই করোনা রিপোর্ট দেখে শুভ্রজিতের বাবা মায়ের যন্ত্রণা আরও বেড়েছে৷ তাঁরা এখনও মনে করেন, যথাযথ সময়ে চিকিৎসা শুরু হলে নিশ্চয়ই বেঁচে যেত শুভ্রজিৎ৷ তবে করোনা রিপোর্ট পেতে কেন এক বছর সময় লাগল, তার নিরপেক্ষ তদন্ত চেয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথা ভাবছেন শুভ্রজিতের বাবা-মা৷

শুভ্রজিতের বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় বলেন, 'গত বছর জুলাই মাসে আমার ছেলে মারা গিয়েছিল৷ তার পর এক বছর সময় লাগল রিপোর্ট পেতে৷ আমরা তখন বার বার বলেছিলাম যে ওর করোনা হয়নি৷ ওর করোনা হলে আমাদের কেন একবারও করোনার পরীক্ষা করা হল না? কারণ আমরা তো ওর বাবা-মা৷ যে ডাক্তার দু' মিনিটে কিছু না দেখেই কাগজে লিখে দিল যে ও করোনায় আক্রান্ত,তার চিকিৎসক হওয়ার যোগ্যতাই নেই৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

ছেলের শোকে চোখের জল ফেলতে ফেলতে শুভ্রজিতের মা শ্রাবণী চট্টোপাধ্যায় বলেন, 'মা ডাকটা এখন আমার কাছে অতীত৷ বড় বড় আইনজীবীরা আমার পাশে না দাঁড়ালে এই লড়াই করতে পারতাম না৷ সুূবিচার পেতে যতদূর যেতে হয় যাবো৷'

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Subhrajit Chatterjee: করোনা হয়নি ছেলের, মৃত্যুর এক বছর পর জানতে পারলেন মেধাবী ছাত্রের বাবা-মা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল