TRENDING:

CBSE Board Exam 2020: বাড়ির কাছের কেন্দ্র থেকেই CBSE পরীক্ষা দেওয়া যাবে, ঘোষণা মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীর

Last Updated:

করোনাভাইরাস পরিস্থিতি লকডাউনের জেরে অনেক পরীক্ষার্থীই নিজের বাড়িতে ফিরে গিয়েছেন ৷ তাদের সুবিধের কথা ভেবেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: নিজের জেলার পরীক্ষা কেন্দ্র বেছে নিয়েই এবার পরীক্ষা দিতে পারবেন পরীক্ষার্থীরা ৷ বুধবার ট্যুইট করে এই ঘোষণাই করেছেন কেন্দ্রীয় মানবসম্পদ ও উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ৷ অনেক পড়ুয়া নিজের জেলা বা এলাকা ছেড়ে দূরের স্কুলে হস্টেলে থেকে পড়াশুনা করে ৷ করোনাভাইরাস পরিস্থিতি লকডাউনের জেরে অনেক পরীক্ষার্থীই নিজের বাড়িতে ফিরে গিয়েছেন ৷ তাদের সুবিধের কথা ভেবেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী ৷
advertisement

এদিন পরীক্ষার্থীদের উদ্দেশে পোখরিয়াল বলেন, এই উদ্বেগজনক পরিস্থিতিতে হস্টেলে থাকা বহু পড়ুয়ারাই বাড়ি চলে গিয়েছেন ৷ কেউ হয়তো নৈনিতাল থেকে তামিলনাড়ু ফিরে গিয়েছেন ৷ কেউ আবার পঞ্জাব থেকে তামিলনাড়ু ফিরেছে, আবার উল্টোটাও হতে পারে ৷ ফলে নতুন সূচিতে পরীক্ষা দিতে এই করোনা আবহে হাজার হাজার কিলোমিটার রাস্তা পেরিয়ে স্কুলে আসতে হবে ৷ ইতিমধ্যেই পরীক্ষার্থী থেকে অভিভাবকেরা সবাই এই নিয়েই চিন্তিত ৷ সেই চিন্তা থেকে মুক্তি দিতেই নিজের বাড়ির জেলা থেকেই বোর্ড পরীক্ষা দেওয়ার সুবিধের কথা ঘোষণা ৷

advertisement

এই সুবিধা নিতে কীভাবে আবেদন করতে হবে তাও জানিয়েছেন রমেশ পোখরিয়াল ৷ ভিডিও বার্তায় তিনি বলেন, নিজের জেলা থেকে পরীক্ষা দেওয়ার কথাটি আগে নিজের স্কুলে জানাতে হবে ৷ স্কুলগুলি পরীক্ষার্থীদের সব আবেদন সিবিএসই বোর্ডের কাছে পৌঁছে দেবেন ৷ সব তথ্য পাওয়ার পরই জুন মাসের প্রথম সপ্তাহে বোর্ড জানিয়ে দেবে পরীক্ষার্থীদের নিজের জেলায় নির্দিষ্ট করা পরীক্ষা কেন্দ্রের নাম ৷

advertisement

দেশজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ এবং তার জেরে চলা লকডাউন এর জেরে মোট ৮১টি বিষয়ের পরীক্ষা স্থগিত করতে হয় সিবিএসই বোর্ডকে। গত পয়লা এপ্রিল সিবিএসই বোর্ডের তরফে একটি নির্দেশিকা দিয়ে জানানো হয়েছিল বোর্ড সেই বিষয়গুলির পরীক্ষা নেবে যেগুলি কলেজের ভর্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে ভূমিকা রাখে। শুধুমাত্র উত্তরপূর্ব দিল্লির ছাত্র-ছাত্রীদের ব্যতিক্রম রেখে দশম শ্রেণির সব পরীক্ষাই ওই নোটিশে বাতিল করে দেওয়া হয় । গত ১৮ মে ট্যুইট করে রমেশ পোখরিয়াল পরীক্ষা সূচি প্রকাশ করেন ৷ পরীক্ষাগুলিও নেওয়া হবে ১ জুলাই, ২ জুলাই, ১০ জুলাই ও ১৫ জুলাই তারিখে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
CBSE Board Exam 2020: বাড়ির কাছের কেন্দ্র থেকেই CBSE পরীক্ষা দেওয়া যাবে, ঘোষণা মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল