এদিন পরীক্ষার্থীদের উদ্দেশে পোখরিয়াল বলেন, এই উদ্বেগজনক পরিস্থিতিতে হস্টেলে থাকা বহু পড়ুয়ারাই বাড়ি চলে গিয়েছেন ৷ কেউ হয়তো নৈনিতাল থেকে তামিলনাড়ু ফিরে গিয়েছেন ৷ কেউ আবার পঞ্জাব থেকে তামিলনাড়ু ফিরেছে, আবার উল্টোটাও হতে পারে ৷ ফলে নতুন সূচিতে পরীক্ষা দিতে এই করোনা আবহে হাজার হাজার কিলোমিটার রাস্তা পেরিয়ে স্কুলে আসতে হবে ৷ ইতিমধ্যেই পরীক্ষার্থী থেকে অভিভাবকেরা সবাই এই নিয়েই চিন্তিত ৷ সেই চিন্তা থেকে মুক্তি দিতেই নিজের বাড়ির জেলা থেকেই বোর্ড পরীক্ষা দেওয়ার সুবিধের কথা ঘোষণা ৷
advertisement
এই সুবিধা নিতে কীভাবে আবেদন করতে হবে তাও জানিয়েছেন রমেশ পোখরিয়াল ৷ ভিডিও বার্তায় তিনি বলেন, নিজের জেলা থেকে পরীক্ষা দেওয়ার কথাটি আগে নিজের স্কুলে জানাতে হবে ৷ স্কুলগুলি পরীক্ষার্থীদের সব আবেদন সিবিএসই বোর্ডের কাছে পৌঁছে দেবেন ৷ সব তথ্য পাওয়ার পরই জুন মাসের প্রথম সপ্তাহে বোর্ড জানিয়ে দেবে পরীক্ষার্থীদের নিজের জেলায় নির্দিষ্ট করা পরীক্ষা কেন্দ্রের নাম ৷
দেশজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণ এবং তার জেরে চলা লকডাউন এর জেরে মোট ৮১টি বিষয়ের পরীক্ষা স্থগিত করতে হয় সিবিএসই বোর্ডকে। গত পয়লা এপ্রিল সিবিএসই বোর্ডের তরফে একটি নির্দেশিকা দিয়ে জানানো হয়েছিল বোর্ড সেই বিষয়গুলির পরীক্ষা নেবে যেগুলি কলেজের ভর্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে ভূমিকা রাখে। শুধুমাত্র উত্তরপূর্ব দিল্লির ছাত্র-ছাত্রীদের ব্যতিক্রম রেখে দশম শ্রেণির সব পরীক্ষাই ওই নোটিশে বাতিল করে দেওয়া হয় । গত ১৮ মে ট্যুইট করে রমেশ পোখরিয়াল পরীক্ষা সূচি প্রকাশ করেন ৷ পরীক্ষাগুলিও নেওয়া হবে ১ জুলাই, ২ জুলাই, ১০ জুলাই ও ১৫ জুলাই তারিখে ৷