advertisement
এই ধরনের ঘটনা অবশ্য এর আগেও দেখা গিয়েছে বুর্জ খলিফায়। বলিউড অভিনেতা তথা দুবাইয়ের পর্যটন দূত শাহরুখ খানের জন্মদিনের দিনেও শুভেচ্ছা বার্তা দেখা গিয়েছিল এই বহুতলের গায়ে। এ বার করোনা পরিস্থিতিতে পাশে দাঁড়াল তারা।
এ দিন বুর্জ খলিফা ছাড়াও UAE-র আরও কিছু সৌধে ভারতের জাতীয় পতাকার তিনটি রঙ ভেসে ওঠে । সে দেশের বহু মানুষ ট্যুইটারে সেই ছবি শেয়ার করে এই কঠিন সময়ে ভারতের পাশে দাঁড়ানোর কথা বলেন । অনেকে দুঃখ প্রকাশ করেন, কেউ বা প্রর্থনা করেন ভারতের জন্য ।
করোনার ছোবলে ভারতের অবস্থা ভয়াবহ । করোনার দ্বিতীয় ঢেউয়ের সেই ধাক্কা সামাল দিয়ে উঠতে না উঠতেই তৃতীয়, চতুর্থ ঢেউ আছড়ে পড়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেশ জুড়ে । হাসপাতালে বেড নেই, অক্সিজেন নেই, স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে, যন্ত্রণায় কাতরাতে কাতরাতে একটু অক্সিজেনের অভাবে তিলে তিলে মরছেন সাধারণ মানুষ । এই অবস্থায় ভারতের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে আমেরিকা, ব্রিটেন-সহ একাধিক দেশ ।