TRENDING:

নার্সিংহোমে পিপিই-র বিল ১ লাখ ৮৪ হাজার! ফেরত দেওয়ার নির্দেশ দিল স্বাস্থ্য দফতর

Last Updated:

রাজ্যের বিভিন্ন বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম গুলিতে পিপিই, মাস্ক-সহ কোভিড চিকিৎসার সরঞ্জামের মাত্রাতিরিক্ত বিল নিয়ে গত কয়েকদিন ধরেই অভিযোগ শোনা যাচ্ছিল ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গোটা দেশই আজ করোনার বিরুদ্ধে একজোট হয়ে লড়ছে । বহু মানুষ আক্রান্ত হচ্ছেন, প্রাণ হারাচ্ছেন অনেকে । অনেকে হারাচ্ছেন জীবিকা, কেউ হারাচ্ছেন প্রিয়জনকে । আবার তারই মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী নিজেদের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে পেতেছে ফাঁদ । কখনও মাস্ক, স্যানিটাইজারের কালোবাজারি চলছে, কখনও আবার অক্সিজেন সিলিন্ডার, কখনও আবার হাসপাতালের বেডেরও । তার উপর কখনও আবার রয়েছে বেসরকারি হাসপাতালের চড়া বিল ।
advertisement

রাজ্যের বিভিন্ন বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম গুলিতে পিপিই, মাস্ক-সহ কোভিড চিকিৎসার সরঞ্জামের মাত্রাতিরিক্ত বিল নিয়ে গত কয়েকদিন ধরেই অভিযোগ শোনা যাচ্ছিল । এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের উপর ক্ষুব্ধ রাজ্য স্বাস্থ্য কমিশনও। এ বার ঢাকুরিয়া বেসরকারি হাসপাতালের এক রোগীকে ১,৮৪,০০০ টাকা পিপিই-এর বিল করায় হস্তক্ষেপ করল কমিশন । ১,৪০,০০০ টাকা রোগীর পরিবারকে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হল ।

advertisement

আরও একটি অভিযোগ সম্প্রতি এসেছে কমিশনের কাছে । করোনা পরিস্থিতিতে এই প্রথম বিদেশ থেকে অভিযোগ জমা পড়েছে । সুইডেন থেকে এক রোগীর মেয়ে হোয়াটসঅ্যাপে কমিশনে অভিযোগ দায়ের করেন ফর্টিস হাসপাতালের বিরুদ্ধে । ১৫ লক্ষ টাকা বিল নেওয়ার অভিযোগ করেছেন তিনি । অভিযোগ খতিয়ে দেখছে কমিশন ।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

খুব দ্রুত যাতে করোনা পরিস্থিতিতে কোনও রোগী বা রোগীর পরিবার অভিযোগ জানাতে পারেন, তার জন্য রাজ্য স্বাস্থ্য কমিশন একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করছে । যেখানে সরাসরি অভিযোগ করা যাবে ।

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
নার্সিংহোমে পিপিই-র বিল ১ লাখ ৮৪ হাজার! ফেরত দেওয়ার নির্দেশ দিল স্বাস্থ্য দফতর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল