রাজ্যের বিভিন্ন বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম গুলিতে পিপিই, মাস্ক-সহ কোভিড চিকিৎসার সরঞ্জামের মাত্রাতিরিক্ত বিল নিয়ে গত কয়েকদিন ধরেই অভিযোগ শোনা যাচ্ছিল । এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের উপর ক্ষুব্ধ রাজ্য স্বাস্থ্য কমিশনও। এ বার ঢাকুরিয়া বেসরকারি হাসপাতালের এক রোগীকে ১,৮৪,০০০ টাকা পিপিই-এর বিল করায় হস্তক্ষেপ করল কমিশন । ১,৪০,০০০ টাকা রোগীর পরিবারকে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হল ।
advertisement
আরও একটি অভিযোগ সম্প্রতি এসেছে কমিশনের কাছে । করোনা পরিস্থিতিতে এই প্রথম বিদেশ থেকে অভিযোগ জমা পড়েছে । সুইডেন থেকে এক রোগীর মেয়ে হোয়াটসঅ্যাপে কমিশনে অভিযোগ দায়ের করেন ফর্টিস হাসপাতালের বিরুদ্ধে । ১৫ লক্ষ টাকা বিল নেওয়ার অভিযোগ করেছেন তিনি । অভিযোগ খতিয়ে দেখছে কমিশন ।
খুব দ্রুত যাতে করোনা পরিস্থিতিতে কোনও রোগী বা রোগীর পরিবার অভিযোগ জানাতে পারেন, তার জন্য রাজ্য স্বাস্থ্য কমিশন একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করছে । যেখানে সরাসরি অভিযোগ করা যাবে ।