এমন উদ্যোগ রাজ্যে এই প্রথম। নির্দিষ্ট অঞ্চলগুলিতে এই বিশেষ টিম তথ্য সংগ্রহ করবেন এবং কিভাবে সেখানে করোনা সংক্রমণের গতি রোধ করা যায় সেই বিষয়ে পরিকল্পনা করে স্বাস্থ্য ভবনকে তাঁরা প্রতিদিন জানাবেন।
এমনিতেই উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলি কনটেইনমেন্ট জোন নিয়ে মাথা ব্যথা বাড়ছে স্বাস্থ্য ভবনের। আপাতত এই তিনটি জেলাতেই কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষকদের নিয়ে তৈরি বিশেষ নজরদারি টিম কাজ করবে।
advertisement
সাগর দত্ত মেডিকেল কলেজ , ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের চারজন করে চিকিৎসককে নিয়ে এই বিশেষ নজরদারি তিনটি দল তৈরি করা হয়েছে।
ইতিমধ্যে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়েছে। কলকাতা, উত্তর ২৪ পরগণা ও হাওড়া জেলায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে যাওয়ার ফলে চিন্তা বেড়েছে সরকারেরও। তাই একদিকে কন্টেইনমেন্ট জোন বাড়িয়ে, অন্য দিকে এই বিশেষ নজরদারি দলের সাহায্যে আগামী দিনে সংক্রমণ রুখে দেওয়ার লড়াই চালাবে রাজ্য সরকার।