TRENDING:

Coronavirus | আইসোলেশন খুব দরকার ! একবারও ভাববেন না যে আমার কিছু হবে না : সৌরভ গঙ্গোপাধ্যায়

Last Updated:

করোনা ভাইরাস নিয়ে মানুষকে সচেতন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সারা দেশ জুড়ে এখন একটাই আতঙ্ক ! করোনা ভাইরাস। সর্তক না হলে এই ভাইরাস থেকে মুক্তির কোনও উপায় নেই। বিশ্বের যে যে দেশ প্রথমে করোনাকে খুব একটা গুরুত্ব দিয়ে দেখেনি তাদের অবস্থা আজ খুব খারাপ। তাই আগাম শিক্ষা নিয়েই আমাদের দেশ কঠোর ভাবে সর্তক হতে চাইছে। না হয়ে উপায়ও নেই। আজ প্রধানমন্ত্রী ২১ দিনের জন্য পুরো দেশ লকডাউন ঘোষণা করেন। কার্যত সকলকে ঘৃহবন্দি করা হল। এটাই একমাত্র পথ করোনাকে আটকানোর।
advertisement

আজ এই করোনা ভাইরাস নিয়ে মানুষকে সচেতন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। সৌরভ তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি বলেছেন, " আমাদের সামনে এখন খুব কঠিন সময়। জীবনের কঠিন পরীক্ষা ! তবে আমরা অবশ্যই লড়াই করে জিতবো। আর এই জয়ের জন্য আপনারা দয়াকরে কেন্দ্রীয় সরকার যা বলছে শুনুন। আমাদের স্বাস্থমন্ত্রক যা বলছে শুনুন। কেন্দ্রীয় সরকার বার বার বলছে এই সময় বাড়ি থেকে বেরোবেন না। ঘরে থাকুন। আইসোলেশন খুব দরকার। একবারও ভাববেন না যে আমার কিছু হবে না। সেন্সবল হয়ে উঠুন। কারণ যদি এই ভাইরাস ছড়ায় তাহলে আপনার কিছু করার থাকবে না। তাই ঘরে থাকুন। জানি এটা খুব একটা সহজ কাজ নয়। কিন্তু এটাই একমাত্র সমাধান। কারণ আমরা জানি না এই ভাইরাস কিভাবে কখন আমাদের শরীরে প্রবেশ করবে। আর এর কোনও চিকিৎসাও নেই। তাই বলবো সচেতন হন। সাবধানতা মানুন। সরকারের কথা শুনুন। আমরা নিশ্চয় জয় করবো এক সঙ্গে।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিপ্লবীরা এখানে তৈরি করতেন স্বাধীনতার রণনীতি, আজ সেই মন্দিরই ভক্তিপীঠ, মা কালীর অর্চনা হয়
আরও দেখুন

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Coronavirus | আইসোলেশন খুব দরকার ! একবারও ভাববেন না যে আমার কিছু হবে না : সৌরভ গঙ্গোপাধ্যায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল