আজ এই করোনা ভাইরাস নিয়ে মানুষকে সচেতন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। সৌরভ তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি বলেছেন, " আমাদের সামনে এখন খুব কঠিন সময়। জীবনের কঠিন পরীক্ষা ! তবে আমরা অবশ্যই লড়াই করে জিতবো। আর এই জয়ের জন্য আপনারা দয়াকরে কেন্দ্রীয় সরকার যা বলছে শুনুন। আমাদের স্বাস্থমন্ত্রক যা বলছে শুনুন। কেন্দ্রীয় সরকার বার বার বলছে এই সময় বাড়ি থেকে বেরোবেন না। ঘরে থাকুন। আইসোলেশন খুব দরকার। একবারও ভাববেন না যে আমার কিছু হবে না। সেন্সবল হয়ে উঠুন। কারণ যদি এই ভাইরাস ছড়ায় তাহলে আপনার কিছু করার থাকবে না। তাই ঘরে থাকুন। জানি এটা খুব একটা সহজ কাজ নয়। কিন্তু এটাই একমাত্র সমাধান। কারণ আমরা জানি না এই ভাইরাস কিভাবে কখন আমাদের শরীরে প্রবেশ করবে। আর এর কোনও চিকিৎসাও নেই। তাই বলবো সচেতন হন। সাবধানতা মানুন। সরকারের কথা শুনুন। আমরা নিশ্চয় জয় করবো এক সঙ্গে।"
advertisement