এখনও ছেলের এক মাসও হয়নি৷ তাই সারাদিন ছেলে যে ঘুমবে, সেটাই স্বাভাবিক৷ কিন্তু ছেলেকে ফেলে রেখে তো আর কোনও কাজ করতে পারেন না গায়িকা৷ তবে এই কাজটি করতেই হত৷ কারণ আপাতত এটাও অত্যন্ত জরুরি৷ টিকাকরণ৷ কারণ তিনি সুরক্ষিত থাকলেই তো ছেলেকেও নিরাপদে রাখতে পারবেন৷ ল্যাকটেটিং মাদার বা স্তন্যপান করাচ্ছেন যে সব মায়েরা, তারা নিশ্চিন্তে করোনা ভ্যাকসিন নিতে পারবেন৷ এমন নির্দেশিকা জারি করা হয়েছে৷ তাই অধিকাংশ মায়েরাই টিকা নিচ্ছেন৷ এর ফলে তাদের করোনা সংক্রমণের ঝুঁকি অনেকটা কমছে এবং শিশুরাও সুস্থ থাকছে৷ ফলে শ্রেয়াও ব্যতিক্রম নন৷ তিনিও নিয়ে নিলেন তাঁর টিকার প্রথম ডোজ৷ সেই ভিডিও পোস্ট করলেন শ্রেয়া৷
advertisement
শ্রেয়া লিখলেন যে দেবায়ণ যখন বাড়িতে শান্তিতে ঘুমোচ্ছে, তখন আমি বাইরে এসে চট করে ভ্যাকসিন নিয়ে নিলাম৷ সদ্য যারা মা হয়েছেন, তাদের জন্য করোনা ভ্যাকসিন নিরাপদ৷ চিকিৎসকের পরামর্শেই আমিও নিলাম কোভিড টিকা৷ তিনি অন্য মায়েদেরও টিকা নিতে আর্জি জানিয়েছেন৷ এই পোস্টের সঙ্গে নিজের একটি গান জুড়েছেন গায়িকা৷ বরফি ছবির এই গানের মধ্যে রয়েছে সুন্দর পৃথিবী গড়ার ডাক৷ অর্থাৎ শ্রেয়ার এই পোস্ট এবং গান খুবই অর্থবহ৷ তিনি বলতে চাইছেন যে এভাবে সতর্ক থেকে, চিকিৎসকদের কথা মেনে আগামী দিনগুলি সুন্দর করে তুলতে পারব আমরা৷
