কোভিডের প্রকোপ কমাতে অযথা বাড়ির বাইরে না বেরনোরও পরামর্শ দিয়েছে সিকিম সরকার। ১০ বছরেরও কমবয়েসী এবং বয়স্কদের অযথা বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে সিকিম সরকার। এ ছাড়া রাত ন'টা থেকে সমস্ত রকম গাড়ির চলাফেরা বন্ধ করা হচ্ছে। সঙ্গে রাত ন'টার পরে সমস্ত রকম রেস্তোরাঁ, বার এবং অন্যান্য সব খাবারের দোকানও বন্ধ রাখারও আদেশ দেওয়া হয়েছে। সিকিম সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে নতুন এই ব্যবস্থা চালু থাকবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।
advertisement
সিকিমে সাধারণত বছর শেষের এই সময়ে পর্যটকদের ভিড় লেগেই থাকে। সবচেয়ে বেশি পর্যটকেরা যান বাংলা থেকে। কাজেই নতুন নিয়মে বাংলার পর্যটন শিল্পের ক্ষতি হবে বলে মনে করা হচ্ছে। পর্যটন শিল্পের এক ব্যবসায়ী বলেন, "অনেক দিন পরে সব খুলে যাওয়ায় আবার অল্প অল্প করে রোজগার শুরু হয়েছিল। কিন্ত নতুন এই কড়াকড়িতে পরিস্থিতি আবার খারাপ হবে।"
SHALINI DATTA