লকডাউনের আগে থেকেই ঝাঁপ বন্ধ ছিল কলকাতার শপিং মলগুলির। এবার তালা খোলার পালা। হোটেল-রেস্তোরাঁর মতো, ৮ জুন, সোমবার থেকে খুলছে শপিং মলের দরজা। তার আগে শহরের শপিং মলগুলিতে জোরকদমে চলছে স্যানিটাইজেশন।
দরজা খুললেও মল হপিংয়ের অভিজ্ঞতা আর আগের মতো থাকছে না। শপিং মলে পা রাখা থেকে বেরোন পর্যন্ত - মানতে হবে অনেক নিয়ম ৷ লিফট, এসকেলেটর, টয়লেট - সর্বত্রই বজায় রাখতে হবে দূরত্ববিধি।
advertisement
দূরত্ববিধি বজায় রাখার জন্য প্রতিটি মলেই বিশেষ মার্কিং করা হচ্ছে। জায়গায় জায়গায় লাগানো হচ্ছে সতর্কতামূলক পোস্টার। সবমিলিয়ে কেনাকাটার ক্ষেত্রেও ‘দো গজ কী দূরি’-ই এখন নিউ নর্মাল।
Location :
First Published :
June 06, 2020 7:40 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
সোমবার থেকে খুলে যাচ্ছে শপিং মল, জিনিস কেনাকাটার সময়েও মানতে হবে দূরত্ববিধি