TRENDING:

নিজের গাড়িকেই বানালেন অ্যাম্বুল্যান্স, প্রাণের ঝুঁকি নিয়েই করোনা রোগীদের হাসপাতালে পৌঁছে দিচ্ছেন কাশ্মীরি যুবক!

Last Updated:

করোনাকালে যখন রোগীদের সাহায্যে কেউই এগিয়ে আসছেন না ৷ তখন নিজের জীবনের তোয়াক্কা না করেই একের পর এক করোনা রোগীদের নিজের গাড়িতে চাপিয়ে হাসপাতালে পৌঁছে দিচ্ছেন সাজ্জাদ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Peer Mudasir Ahmed
advertisement

শ্রীনগর: করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত গোটা দেশ ৷ সংক্রমণ গত কয়েকদিনে কিছুটা কমলেও এখনও আতঙ্ক কমেনি ৷ করোনা রোগীদের সঠিক সময়ে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো সুবিধাও অনেক জায়গাতেই নেই ৷ কাশ্মীরের অনন্তনাগের এক যুবক সাজ্জাদ শাহ তাই রোগীদের হাসপাতালে পৌঁছনোর ব্যবস্থা করতে নিজেই উদ্যোগী হলেন ৷

নিজের গাড়িকে ইতিমধ্যেই অ্যাম্বুল্যান্সে বদলে ফেলেছেন সাজ্জাদ ৷ এখনও পর্যন্ত ১০০-র বেশি করোনা রোগীকে সঠিক সময়ে হাসপাতালে পৌঁছনোর ব্যবস্থা তিনি করেছেন ৷ গত বছর থেকেই করোনা ঝড়ে কাবু দেশবাসী ৷ অসহায় মানুষদের যদি কোনওভাবেই কিছুটা সাহায্য করা যায়, সেটাই সাজ্জাদের উদ্দেশ্য ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্লাস্টিকের টব হাউইয়ের মতো উঠলেও, ফের বাজার ধরছে মাটির টব, হচ্ছে টাকা কামাই
আরও দেখুন

শ্রীনগরের কেপি রোডের যানজটে আটকে থাকা এক রোগীর গাড়িকে দেখেই প্রথম এই কাজে নেমে পড়েন সাজ্জাদ ৷ সেদিন ওই যানজটের মধ্যে অনেক সময় দাঁড়িয়ে থাকার পর রোগীর গাড়ির তেলও শেষ হয়ে গিয়েছিল ৷ সেইসময় কোনও কিছু না ভেবেই, করোনা রোগীকে নিজের গাড়ি করে হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন সাজ্জাদ ৷ তারপর থেকে নিজের গাড়িকেই অ্যাম্বুল্যান্স বানিয়ে ফেলেছেন এই কাশ্মীরি যুবক ৷ করোনাকালে যখন রোগীদের সাহায্যে কেউই এগিয়ে আসছেন না ৷ তখন নিজের জীবনের তোয়াক্কা না করেই একের পর এক করোনা রোগীদের নিজের গাড়িতে চাপিয়ে হাসপাতালে পৌঁছে দিচ্ছেন সাজ্জাদ ৷

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
নিজের গাড়িকেই বানালেন অ্যাম্বুল্যান্স, প্রাণের ঝুঁকি নিয়েই করোনা রোগীদের হাসপাতালে পৌঁছে দিচ্ছেন কাশ্মীরি যুবক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল