TRENDING:

দু'দিন ধরে গৃহবন্দী শাহিদ কাপুর ! বাড়ির বাগানে নেচে কাটাচ্ছেন সময় ! দেখুন ভিডিও

Last Updated:

কতক্ষণ এইভাবে গৃহবন্দী হয়ে থাকা যায়। একঘেয়েমি কাটাতে শাহিদ তাই নাচতে শুরু করলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সারা দেশ জুড়ে এখন একতাই খবর, একটাই আতঙ্ক। করোনা ভাইরাস। আর এই ভাইরাস ছোঁয়াচে। এখনও এই ভাইরাসের সঠিক চিকিৎসা কি জানা জায়নি। তাই আতঙ্ক আরও বেশি। ভারতবর্ষের যা লোক সংখ্যা তাতে এই রোগ একবার ছড়াতে শুরু করলে মহামারির থেকেও বড় আকার নেবে। এবং তা খুব তাড়াতাড়ি। ঠিক এই কারণেই ভারতের সব অফিস, স্কুল ছুটি। বন্ধ সিনেমা হল, শপিং মল। এমনকি সিনেমার শ্যুটিংও বন্ধ। এই পরিস্থিতিতে সব সেলেবকেই করা হয়েছে গৃহবন্দী।
advertisement

বলিউডের অভিনেতা শাহিদ কাপুর দুদিন ধরে গৃহবন্দী। না পারছেন জিমে যেতে। না পারছেন বাড়ির বাইরে বেরোতে। থাকতে হচ্ছে বাড়িতেই। কিন্তু কতক্ষণ এইভাবে গৃহবন্দী হয়ে থাকা যায়। একঘেয়েমি কাটাতে শাহিদ তাই নাচতে শুরু করলেন। নিজের বাড়ির বাগানে গিয়ে গান চালিয়ে চুটিয়ে নাচলেন তিনি। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল হয়।

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
দু'দিন ধরে গৃহবন্দী শাহিদ কাপুর ! বাড়ির বাগানে নেচে কাটাচ্ছেন সময় ! দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল