করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল দেশ৷ করোনা রোগীদের অক্সিজেনের চাহিদা তুঙ্গে৷ চাহিদার সঙ্গে জোগানের ঘাটতির কথা বারবার উঠে আসছে৷ অক্সিজেনের অভাবে বহু করোনা রোগীর মৃত্যুর খবর উঠে আসছে প্রতি নিয়ত৷ সেই অক্সিজেনের ব্যবস্থা করছেন বহু তারকা৷ তাতে সামিল হলেন সলমন খান৷ তিনি তাঁর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে, "আমাদের প্রথম ধাপের ৫০০ অক্সিজেন কনসেনট্রেটর মুম্বই পৌঁছেছে৷ জরুরি ভিত্তিতে অক্সিজেনের প্রয়োজন হলে করোনা রোগীরা, 8451869785, এই নম্বরে ফোন করতে পারেন৷ বা আমায় সরাসরি মেসেজ বা ট্যাগ করেও এর প্রয়োজনের কথা বলতে পারেন৷ এই কনসনট্রেটর বিনামূল্য মিলবে৷ ব্যবহার করার পর এগুলো ফেরত দিতে হবে৷" লিখেছেন সলমন৷
advertisement
কিছুদিন আগেই সলমনের রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই (Radhe: your most wanted Bhai)ছবি মুক্তি পেয়েছে৷ যদিও দুধের সাধ ঘোলে মেটাতে হয়েছে ভাইজান ভক্তদের৷ কারণ মোটের উপর সকলেই এই ছবি দেখেছেন অনলাইন প্ল্যাটফর্মে৷ ছবি দেখে হতাশই হয়েছে ভক্তকূল৷ পাইরেসিও হয়েছে এই ছবি৷ তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে৷
