ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি রিপোর্টে প্রকাশিত, পুলিশ এই অডিও ক্লিপটি-সহ অন্য সমস্ত সংশ্লিষ্ট তথ্যই ফরেন্সিক বিভাগে পাঠানো হয়েছে। ওই অডিওতে বলা হচ্ছে, "আমদের ধর্মে এমন কিছু বলা নেই, ফলে সামাজিক দূরত্ব বিধিও মানার দরকার নেই।"
প্রাথমিক তদন্ত বলছে, এই অডিওটি অনেকগুলি অডিও জুড়ে জুড়ে বানানো হয়েছে।
পুলিশের অভিযোগ ছিল, নির্দেশের তোয়াক্কা না করেই নিজামুদ্দিনে জমায়েতের আয়োজন করেছিলেন মওলানা সাদ। পরে, নিজামুদ্দিনের কয়েকজন সদস্যকে দিল্লিতে একটি ঘিঞ্জি ছ'তলা বাড়িতে রেখে প্রায় ২০০০ লোককে রেখে দেন তিনি। অজিত ডোভালের নেতৃত্বে দিল্লি পুলিশের তরফে নিজামুদ্দিন অভিযান হওয়ার পরেই গা ঢাকা দেন সাদ। তার বাড়িতে আইনি নোটিশ পাঠায় পুলিশ। দায়ের হয় অনিচ্ছাকৃত খুনে অভিযোগও। এই সময়েই দু'টি অডিও সামনে আসে। একটিতে শোনা যায়,সাদ বলছেন, মৃত্যুর শ্রেষ্ঠ জায়গা মসদিজ। সামাজিক দূরত্ব বিধি না মানলেও চলবে। আবার অন্য একটিতে তিনি সমাবেশ না করার সিদ্ধান্ত মেনে নিয়ে ঘরে থাকতেও বলেন তিনি। দিল্লি পুলিশ সন্দেহ করছে এই প্রথম ভিডিওটি, উদ্দেশ্য প্রণোদিত ভাবেই বাজারে ছড়ানো হয়।
advertisement