করোনার জেরে আপাতত পর্তুগালে গৃহ পর্যবেক্ষণে রয়েছেন তারকা ফুটবলার ৷ ২০১৮-তে ১০০ মিলিয়ন পাউন্ডের বদলে জুভেন্তাসে যোগ দিয়েছিলেন তিনি ৷ করোনার জেরে সব দেশেরই ঘরোয়া ফুটবলই বন্ধ ৷ তবে পর্তুগালে আইসোলেশনটা মন্দ কাটছে না রোনাল্ডোর. কিন্তু মেদেইরায় নিজের বাড়িতে থাকছেন না তিনি ৷ থাকছেন শহর লাগোয়া ক্যানিকাল নামে একটি মৎস্যজীবীদের গ্রামে ৷ যেখানে প্রত্যেক সপ্তাহের ঘর ভাড়া সাড়ে তিন হাজার পাউন্ড ৷
advertisement
Location :
First Published :
April 10, 2020 10:59 AM IST