তিনি ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন ৷ পোস্টে স্ক্র্যাবল বোর্ড ও স্কোর শিটে একটি ছবি দেখতে পাওয়া গিয়েছে ৷ সেই ছবিতে তিনি ক্যাপশন লিখেছেন 'বাবা মাকে ভালভাবে প্রশিক্ষণ দিয়েছে, এই খেলায় বাবা আমাকে দুবার হারিয়েছিল ৷' মায়ের সঙ্গে খেলতে গিয়ে ঋদ্ধিমা যখনই খেলায় হারতেন তখনই বাবার প্রশংসা করতেন ৷ ঋষি কাপুরের অন্যতম প্রিয় খেলা ছিল স্ক্র্যাবেল বোর্ড ৷ ঋষি ও নীতুর মেয়ে ঋদ্ধিমা কাপুর, রণবীরের থেকে ২ বছরের বড় ৷
advertisement
২০০৬ সালে ঋদ্ধিমার বিয়ে দিল্লির ব্যবসায়ী ভারত সাহানীর সঙ্গে হয়েছিল ৷ ২০১১ সালে ভারত ও ঋদ্ধিমার সন্তান সমারার জন্ম হয়েছিল ৷ ঋদ্ধিমা দিল্লিতেই থাকেন৷ লকডাউনে বাবার মৃত্যুতে শেষকৃত্যে যোগ দিতে পারেননি ৷ এই আপসোস ঋদ্ধিমার সারা জীবন ধরেই থাকবে ৷ তাঁর কথাতেই সব সময়ে ফুটে সেই কথা ৷
advertisement
Location :
First Published :
May 29, 2020 4:46 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
বাবা ঋষি কাপুরকে ঋদ্ধিমা খুব মিস করেন, বাবা-মায়ের সম্পর্কে গোপন কথা ফাঁস মেয়ের