TRENDING:

ভারতের প্রথম করোনা-হাসপাতাল তৈরি করল রিলায়েন্স

Last Updated:

দেশের প্রথম এই করোনা হাসপাতাল তৈরি হতে সময় লেগেছে মাত্র দু’সপ্তাহ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ভয়াল থেকে ভয়ঙ্কর রূপ ধরেছে করোনা ৷ হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ গত ৩ দিনে সবচেয়ে বেশি মানুষের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ল ভারতে ৷ আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ৪৬৭-এ ৷
advertisement

এমন সঙ্কটজনক পরিস্থিতিতে লড়াইয়ে এগিয়ে এল মুকেশ অম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ড্রাস্টিস ৷ শুধুমাত্র করোনা সংক্রমণের চিকিৎসার জন্য তৈরি হল  রিলায়েন্সের করোনা-হাসপাতাল ৷ দেশের প্রথম এই করোনা হাসপাতাল তৈরি হতে সময় লেগেছে মাত্র দু’সপ্তাহ ৷

রবিবার নতুন করে ৮১ জনের দেহে ধরা পড়েছে কোভিড ১৯ ৷ অন্যদিকে বাড়ছে মৃত্যুও ৷ কলকাতায় প্রথম করোনা রোগীর মৃত্যু হল সোমবার ৷ এই নিয়ে ভারতে করোনা প্রাণ কাড়ল ১০ জনের ৷ এই ভয়ঙ্কর অবস্থার সঙ্গে লড়াইয়ের জন্য ভারতের ৮০টিরও বেশি জেলায় লকডাউন ৷

advertisement

এই পরিস্থিতিতে সোমবার মুম্বইতে উদ্বোধন হল রিলায়েন্সের এই করোনা হাসপাতালের ৷ মাত্র দু’সপ্তাহের মধ্যে করোনা সংক্রমণের চিকিৎসার জন্য সমস্ত প্রয়োজনীয় পরিকাঠামো সহ তৈরি এই হাসপাতাল ৷ বর্তমানে এখানে একসঙ্গে ১০০ জন করোনা আক্রান্তের চিকিৎসা সম্ভব ৷ মহারাষ্ট্রের লোধিভালিতে আইসোলেশন তৈরি করল রিলায়েন্স ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শুধু অসুস্থ ব্যক্তির জন্য হাসপাতালই নয়, সারা দেশের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী যারা করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে তাদের জন্যেও উদ্যোগী রিলায়েন্স ৷ প্রতিদিন ১০ লক্ষ ফেস মাস্ক তৈরির সংকল্প নিয়েছে এই সংস্থা ৷ একইসঙ্গে এমন সঙ্কটজনক পরিস্থিতিতে সাধারণ মানুষের সাহা্য্যার্থে বিনামূল্যে দুবেলা খাবার এবং ফ্রি ফুয়েল সরবরাহের মতো একগুচ্ছ সুবিধা দেওয়ার কথাও এদিন জানিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিস ৷

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
ভারতের প্রথম করোনা-হাসপাতাল তৈরি করল রিলায়েন্স
Open in App
হোম
খবর
ফটো
লোকাল