অন্যদিকে এদিন, শুক্রবার সংবাদ সংস্থা পিটিআইকে সংশ্লিষ্ট হাসপাতালের ডাক্তার সন্তোষ শেট্টি জানিয়েছেন, চিন্তার কোনও কারণ নেই। আপাতত ঠিক আছেন রণধীর। পাশাপাশি আইসিইউ থেকেই এক সংবাদমাধ্যমকে রণধীর জানিয়েছেন, কিছু পরীক্ষা নিরীক্ষা করার জন্যই আইসিইউতে রাখা হয়েছে তাঁকে। তাঁর এমনি কোনও শারীরিক জটিলতা নেই। লাগছে না অক্সিজেন সাপোর্টও।
যদিও বলিঊডের অন্দরের রণধীর কাপুরকে নিয়ে চিন্তা বেড়েছে। তাঁর এমনিতে রোগজনিত কোমরবিডিটি না থাকলেও বয়স যাতে ‘ফ্যাক্টর’ না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে খেয়াল রাখছেন চিকিৎসকরা। প্রসঙ্গত, আজ ৩০ এপ্রিল। এমনিতেই মন খারাপ কাপুর পরিবারের। গত বছর এ দিনই প্রয়াত হন রণধীর কাপুরের ভাই ঋষি কাপুর। করোনার হানাও কাপুর পরিবারে নতুন নয়। রণধীরের আগেও কাপুর পরিবারের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হয়েছেন নিতু সিং কাপুর, রণবীর কাপুর। সব মিলিয়ে একের পর এক ঘটনায় কাপুর পরিবারের মন ভারাক্রান্ত। তবে তারই মধ্যে এল ছড়িয়ে আছে করিনার ছোট ছেলের আগমন। আপাতত নাতির মুখ চেয়েই দ্রুত সুস্থ হয়ে উঠবেন দাদু। এমনটাই চাইছেন পরিবারের সকলে।
advertisement