TRENDING:

সন্তান অভুক্ত, মুম্বইয়ের অসহায় মাকে কুড়ি লিটার উটের দুধ পৌঁছে দিল রেল

Last Updated:

মুম্বইয়ের বান্দ্রার বাসিন্দা এক অসহায় মা সাহায্য চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে টুইট করেছিলেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: উটের দুধ ছাড়া অন্য কোনও দুধ খেলেই অ্যালার্জি হয় সাড়ে তিন বছরের শিশুর৷ কিন্তু লকডাউনের জেরে রাজস্থান থেকে সেই দুধের জোগান সম্পূর্ণ বন্ধ৷ ঘরে যেটুকু দুধ মজুত করা ছিল, তাও প্রায় শেষ৷ এই অবস্থায় মুম্বইয়ের বান্দ্রার বাসিন্দা এক অসহায় মা সাহায্য চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে টুইট করেছিলেন৷ সেই টুইটের ফলেই শেষ পর্যন্ত পার্সেল ট্রেনে করে ওই মহিলাকে কুড়ি লিটার উটের দুধ পৌঁছে দিল ভারতীয় রেল৷
advertisement

মুম্বইয়ের বাসিন্দা সাড়ে তিন বছরের ওই শিশুটি অটিজমে আক্রাম্ত৷ তাঁর মা রেণু কুমারী টুইটারে প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখেন, 'স্যর, আমার সাড়ে তিন বছরের শিশু অটিজমে এবং মারাত্ম ফুড অ্যালার্জিতে আক্রান্ত৷ ও শুধুমাত্র উটের দুধ এবং কয়েকটি ডাল খেতে পারে৷ লকডাউন শুরু হওয়ার সময় আমার কাছে এতদিন চলার মতো দুধ মজুত করা ছিল না৷ দয়া করে রাজস্থানের সাদরি থেকে উটের দুধ আনার ব্যবস্থা করুন৷'

advertisement

ওই মহিলার টুইট দেখে অনেকেই বেশ কিছু পরামর্শ দেন৷ তার মধ্যে আইপিএস অফিসার অরুণ বোথরা রাজস্থানের একটি সংস্থার সঙ্গে যোগাযোগ করে যারা উটের দুধ সরবরাহ করে৷ ওই শিশুটির মায়ের টুইট রেলের নজরেও আনেন ওই আইপিএস অফিসার৷ রাজস্থানের ওই সংস্থার কাছে দুধ থাকলেও তা রাজস্থান থেকে মুম্বইতে পৌঁছনো নিয়ে সমস্যা দেখা দেয়৷ শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করেন উত্তর পশ্চিম রেলের চিফ প্যাসেঞ্জার ট্রাফিক ম্যানেজার তরুণ জৈন৷

advertisement

রেলের ওই আধিকারিক রাজস্থানে অজমেঢ়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন৷ উপরমহলের সঙ্গে কথাও বলেন তিনি৷ রেলের তরফেই দুধ সরবরাহকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়৷ ঠিক হয় লুধিয়ানা থেকে মুম্বইয়ের বান্দ্রাগামী একটি পার্সেল ট্রেনকে রাজস্থানের ফলনা স্টেশনে থামিয়ে কুড়ি লিটার উটের দুধের পার্সেল তোলা হবে৷ ওই ট্রেনটির অবশ্য সেখানে দাঁড়ানোর কথা ছিল না৷ ওই ট্রেনে করেই দুধ এনে বান্দ্রার বাসিন্দা ওই মহিলার হাতে পৌঁছে দেওয়া হয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গণেশের চায়ের দোকানে উপচে পড়া ভিড়, এখানে চায়ের সঙ্গে ‘টা’ ফ্রি, আড্ডা মারার অভিনব সঙ্গী
আরও দেখুন

এই ঘটনার কথা উল্লেখ করে টুইট করেন রেলমন্ত্রী পীযূষ গয়াল৷ তিনি লেখেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির কাছে এক মায়ের অনুরোধে তৎপর ভারতীয় রেল৷ রাজস্থানের ফলনা থেকে কুড়ি লিটার উটের দুধ মুম্বইতে পৌঁছে দেওয়া হলো৷'

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
সন্তান অভুক্ত, মুম্বইয়ের অসহায় মাকে কুড়ি লিটার উটের দুধ পৌঁছে দিল রেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল