গতকাল অবশ্য ডালভাতের সঙ্গে মেনু তালিকায় মাংসের সংযোজন করেছিলেন দিঘা স্টেশনের পুলিশ আধিকারিকরা। প্রায় ১০০ জন হকার ভবঘুরে দরিদ্রকে আজ ফাঁকা স্টেশন চত্বরে বসিয়েই পেটপুরে খাওয়ানো হয়। রেলপুলিশের উদ্যোগে পংক্তিভোজন, সেখানে খাওয়া দাওয়া করেন দিঘার গরীব মানুষজন। স্টেশনে বসে এমন কঠিন সময়ে মাংস ভাত পেটপুরে খেতে পেয়ে খুশি সকলেই।
advertisement
কারন, শুনসান সমুদ্র তীর। সি বিচে দেখা নেই পর্যটকদের। বন্ধ হোটেল আর সব দোকানপাট। নিউ থেকে ওল্ড, লকডাউনের কারনে দিঘা জুড়ে বনধের ছবি। সেকারণেই হকার থেকে ভিক্ষুক, কারোর মুখেই জুটছে না খাওয়ার দাওয়ার। কাটছে না দিন। এসবের মাঝেই রেল পুলিশের মাংস ভাতের আয়োজনে খুব খুশি সব্বাই। লকডাউনের আগামী দিনগুলোতেও এধরণের কর্মসূচি আবার নেওয়া হবে বলে পুলিশ কর্তারা জানিয়েছেন।
advertisement
SUJIT BHOWMIK
Location :
First Published :
Apr 09, 2020 3:54 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
#Lockdown: বাঙালির উইকএন্ড স্পেশাল দিঘার এ কী অবস্থা, এ ছবি দেখেননি কোনওদিন
