এবার তা হওয়ার নয়। এবার মারণ করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলছে লকডাউন। কোনও কোনও এলাকা এখন কন্টেইনমেন্ট জোন। তার বাইরের পাঁচ কিলোমিটার বাফার জোন। ঘরের বাইরে পা দিলেই করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা। তবুও অনেকেই ঘরের মধ্যেই পালন করবেন পঁচিশে বৈশাখ। অনেকেই রবীন্দ্র সঙ্গীত শুনে দিন কাটানোর পরিকল্পনা করেছেন। অনেকে চোখ রাখবেন টেলিভিশনের পর্দায়। আবার ধারাবাহিক ভাবে যাঁরা অনুষ্ঠান করে এসেছেন তাঁরাও পিছিয়ে থাকতে চাইছেন না। তাঁদের অনুষ্ঠান এবার অন লাইনে। সোস্যাল মিডিয়ায়।
advertisement
পঁচিশে বৈশাখ ডাক দিয়েছে। মন খারাপ ঝেড়ে ফেলে অনেকেই শেষ মুহূর্তে প্রস্তুতি সাড়ছেন। বরাবর এই দিনটিতে বড় অনুষ্ঠানের আয়োজন করে বর্ধমান সঙ্গীত সমাজ। এবারও তা বন্ধ রাখতে চাইছেন না তাঁরা। জমায়েত এড়াতে এবার তাদের অনুষ্ঠান হবে অনলাইনে। উদ্যোক্তারা জানিয়েছেন, সরাসরি সম্প্রচারিত হবে রবীন্দ্র জন্ম জয়ন্তী। সকাল আট'টা থেকে। ফেসবুকে 'Bwn Sangeet Samaj' পেজে ক্লিক করে দেখা যাবে। আবার সন্ধে ছ'টা থেকে চলবে পর পর কয়েকদিন। শহরের বিশিষ্ট গায়ক-আবৃত্তিকার আর কবি শিল্পীরা এই রবি প্রণামে অংশ নেবেন।
Saradindu Ghosh