রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এ দিন জানিয়েছেন, শুধু রাজ্যের মধ্য়েই নয়, আন্তঃ রাজ্য বাস, ট্রেন চলাচলও বন্ধ থাকবে৷ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত না থাকলে ব্যক্তিগত গাড়ি নিয়েও রাস্তায় বেরনোর উপর কড়াকড়ি জারি থাকবে৷ রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া কেউই বাইরে বেরোতে পারবেন না৷ রাজ্য় প্রশাসন স্পষ্ট করে দিয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া আগামী ১৫ দিন কেউই বাড়ির বাইরে বেরোতে পারবেন না৷ তবে যানবাহন চলাচলে বিধিনিষেধ থাকলেও চালু খোলা থাকবে পেট্রোল পাম্প, গাড়ি মেরামতির দোকান৷
advertisement
রবিবার থেকে জরুরি পরিষেবা ছাড়া রাজ্যের সমস্ত সরকারি- বেসরকারি অফিস বন্ধ হয়ে যাচ্ছে৷ জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বেরোতেও পারবেন না৷ এই পরিস্থিতিতে গণপরিবহণ চালু রাখাও কার্যত অর্থহীন৷
Location :
First Published :
May 15, 2021 12:54 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Covid Lockdown in Bengal: কাল থেকে বন্ধ বাস, অটো, ট্যাক্সি, মেট্রো! ১৫ দিন কার্যত Lockdown রাজ্য়ে