আগামী ২১ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত পিএসসি-র লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল৷ কিন্তু করোনা ভাইরাস সংক্রমণের জেরে যেভাবে আতঙ্ক বাড়ছে, তাই আপাতত সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই পরীক্ষা বাতিল করা হলো৷
রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের মতো কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশনও পার্সোনালিটি টেস্টের পরীক্ষা পিছিয়ে দিয়েছে৷ আগামী ২৩ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত এই পরীক্ষা হওয়ার কথা ছিল৷
advertisement
করোনা ভাইরাসের জেরে ইতিমধ্যেই আইসিএসই, সিবিএসই বোর্ডের পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে৷ উচ্চমাধ্যমিক চালু থাকলেও পরীক্ষা কেন্দ্রগুলিতে সতর্কতা অবলম্বন করা হয়েছে৷ সংক্রমণ রুখতে একগুচ্ছ পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকারও৷ সরকারি দফতরে কর্মীদের হাজিরাও নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷
যে কোনওভাবে এক জায়গায় বেশি মানুষের ভিড় করা যথাসম্ভব কমিয়ে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের উপরে জোর দেওয়া হচ্ছে৷ সেই কারণেই পিছিয়ে দেওয়া হলো পিএসসি-র পরীক্ষা৷ তবে নতুন করে কবে পরীক্ষা নেওয়া হবে, সে সম্পর্কে কিছুই জানায়নি পিএসসি কর্তৃপক্ষ৷ কিছুদিন পর পরিস্থিতি বিচার করে পরীক্ষার নতুন সূচি প্রকাশ করা হবে৷
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এ দিন জানিয়েছেন, শিক্ষা দফতরে চাকরির জন্য যাঁদের ভেরিফিকেশনের কাজ চলছিল, তাঁদের আর সশরীরে শিক্ষা দফতরে আসতে হবে না৷ অনলাইনে প্রশ্নের উত্তর দিলেই ভেরিফিকেশনের কাজ হয়ে যাবে বলে আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী৷