দেরিতে হলেও ঘুম ভাঙল বলি-হলি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস (Priyanka Chopra)-এর । জন্ম-কর্ম সবই এ দেশে হলেও এখন বেশিরভাগ সময়ই আমেরিকাতেই থাকেন পিগি চপস । বিয়ে হয়েছে মার্কিন গায়ক নিক জোনাস (Nick Jonas)-এর সঙ্গে । ফলে মুম্বইয়ের সঙ্গে তাঁর সম্পর্ক দিন দিন ক্ষীণ হচ্ছে । কিন্তু তা বলে দেশের মানুষের জন্যও কোনও সহানুভূতি থাকবে না! তবে বেশ কিছুদিন পর অবশেষে টনক নড়েছে প্রিয়াঙ্কার । একটি ট্যুইট করেছেন তিনি ।
advertisement
লিখেছেন, ‘‘হৃদয় ভাঙছে আমার । ভারত করোনার সঙ্গে যুদ্ধ করছে । আমেরিকা ৫৫০ মিলিয়ন টিকা পাঠাচ্ছে, যা প্রয়োজনের থেকেও বেশি । অ্যাস্ট্রজেনিকা’কে বিশ্বে ছড়িয়ে দেওযার জন্য ধন্যবাদ । তবে আমাদের দেশের অবস্থা সঙ্কটজনক । জরুরি ভিত্তিতে ভারতের জন্য ভ্যাক্সিন দেওয়া সম্ভব ভ্যাক্সলাইভ?’’
প্রিয়াঙ্কার এই ট্যুইটের পরেই ক্ষোভ, বিতর্ক আছড়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় । কেউ লিখেছেন, ‘‘এই ট্যুইটটা ২ সপ্তাহ আগে হলে ভাল হত । আপনার দেশের মানুষদের জন্য ভ্যাক্সলাইভের প্রচারের কারণে অপেক্ষা না করলেও হত ।’’ আবার কেউ লিখেছেন, ‘‘আমেরিকা ইতিমধ্যেই ভারতের জন্য ভ্যাক্সিনের কাঁচামাল পাঠাচ্ছে । এই ট্যুইটা আপনার গতকাল করা উচিত ছিল ।’’ কেউ আবার লিখেছে , ‘আরে আব জাগে আপ’ ।