TRENDING:

‘হৃদয় ভাঙছে আমার’, করোনা পরিস্থিতি নিয়ে ট্যুইট করতেই ব্যাপক ট্রোলড হলেন Priyanka Chopra

Last Updated:

বেশ কিছুদিন পর অবশেষে টনক নড়েছে প্রিয়াঙ্কার । একটি ট্যুইট করেছেন তিনি । যা পোস্ট হওযার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় ব্যাপক ট্রোলিং ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লস অ্যাঞ্জেলস: করোনার দ্বিতীয় ঢেউ (Corona Second Wave) দেশে আচড়ে পড়েছে । কিন্তু হাতে গোনা কয়েকজন ছাড়া বাকি সেলিব্রিটিদের টিকিটিও দেখা যাচ্ছে না । দেশে কাতারে কাতারে মরছে মানুষ, অক্সিজেনের অভাবে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে একেকটা প্রাণ, নেই পর্যাপ্ত পরিমাণে টিকাও। আর বলিউড সেলিব্রিটিরা গায়ে হাওয়া লাগিযে কেউ ঘুরতে যাচ্ছেন মালদ্বীপে, কেউ পোস্ট করছেন রঙিন সেলফি । দেশ জুড়ে হাহাকার, আর্তনাদের শব্দ যেন কানেও পৌঁছচ্ছে না তাঁদের ।
৭) বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। যদিও এখন তাঁর বাসস্থান হলিউড। কিন্তু তা বলে বিগ ফ্যাট ইন্ডিয়ান ওয়েডিং এ তাঁকে দেখা যাবে না? ও বিয়েতে ডান্স পারফর্ম্যান্সের জন্য ২.৫ কোটি টাকা নেন।
৭) বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। যদিও এখন তাঁর বাসস্থান হলিউড। কিন্তু তা বলে বিগ ফ্যাট ইন্ডিয়ান ওয়েডিং এ তাঁকে দেখা যাবে না? ও বিয়েতে ডান্স পারফর্ম্যান্সের জন্য ২.৫ কোটি টাকা নেন।
advertisement

দেরিতে হলেও ঘুম ভাঙল বলি-হলি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস (Priyanka Chopra)-এর । জন্ম-কর্ম সবই এ দেশে হলেও এখন বেশিরভাগ সময়ই আমেরিকাতেই থাকেন পিগি চপস । বিয়ে হয়েছে মার্কিন গায়ক নিক জোনাস (Nick Jonas)-এর সঙ্গে । ফলে মুম্বইয়ের সঙ্গে তাঁর সম্পর্ক দিন দিন ক্ষীণ হচ্ছে । কিন্তু তা বলে দেশের মানুষের জন্যও কোনও সহানুভূতি থাকবে না! তবে বেশ কিছুদিন পর অবশেষে টনক নড়েছে প্রিয়াঙ্কার । একটি ট্যুইট করেছেন তিনি ।

advertisement

লিখেছেন, ‘‘হৃদয় ভাঙছে আমার । ভারত করোনার সঙ্গে যুদ্ধ করছে । আমেরিকা ৫৫০ মিলিয়ন টিকা পাঠাচ্ছে, যা প্রয়োজনের থেকেও বেশি । অ্যাস্ট্রজেনিকা’কে বিশ্বে ছড়িয়ে দেওযার জন্য ধন্যবাদ । তবে আমাদের দেশের অবস্থা সঙ্কটজনক । জরুরি ভিত্তিতে ভারতের জন্য ভ্যাক্সিন দেওয়া সম্ভব ভ্যাক্সলাইভ?’’

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রিয়াঙ্কার এই ট্যুইটের পরেই ক্ষোভ, বিতর্ক আছড়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় । কেউ লিখেছেন, ‘‘এই ট্যুইটটা ২ সপ্তাহ আগে হলে ভাল হত । আপনার দেশের মানুষদের জন্য ভ্যাক্সলাইভের প্রচারের কারণে অপেক্ষা না করলেও হত ।’’ আবার কেউ লিখেছেন, ‘‘আমেরিকা ইতিমধ্যেই ভারতের জন্য ভ্যাক্সিনের কাঁচামাল পাঠাচ্ছে । এই ট্যুইটা আপনার গতকাল করা উচিত ছিল ।’’ কেউ আবার লিখেছে , ‘আরে আব জাগে আপ’ ।

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
‘হৃদয় ভাঙছে আমার’, করোনা পরিস্থিতি নিয়ে ট্যুইট করতেই ব্যাপক ট্রোলড হলেন Priyanka Chopra
Open in App
হোম
খবর
ফটো
লোকাল