মন্ত্রী জানিয়েছেন আয়ুর্বেদিক ওষুধের কামালেই সেরে উঠেছেন চার্লস যিনি ব্রিটিশ রাজপরিবারের মুকুটের উত্তরাধিকারী ৷ ়বেঙ্গালুরুতে সৌকায়া আয়ুর্বেদিক রিসর্টের পক্ষ থেকে ডক্টর ইসাক মাথাই জানিয়েছেন , ব্রিটিশ রাজ পরিবারের প্রিন্স চার্লস ও তাঁর স্ত্রী -তাঁদের কাছে চিকিৎসা করান ৷ কিন্তু নায়েক যা জানিয়েছেন সেই বিষয়ে নিশ্চিত করে কোনও কিছু মন্তব্য করেননি ৷ তিনি জানিয়েছেন রোগীদের ব্যক্তিগত তথ্য সবার সামনে আনতে পারেন না তিনি ৷
advertisement
নিউজ ১৮ নেটওয়ার্ককে দেওয়া সাক্ষাৎকারে গোয়ার সাংসদ ও মন্ত্রী শ্রীপদ নায়েক এই তথ্য সবার সামনে নিয়ে আসেন ৷ তিনি জানিয়েছেন এটা একেবারে নিশ্চিত তথ্য ৷ তিনি জানিয়েছেন ইন্টিগ্রেটেড হোমিওপ্যাথি ওষুধ যে কোনও রোগ সারাতে পারে ৷ তিনি জানিয়েছেন সরকার এই চিকিৎসা পদ্ধতির বিস্তারে সহায়তা করুক ৷
এদিকে অবশ্য অন্য বিভিন্ন সংবাদমাধ্যমে লন্ডন থেকে প্রিন্স ওয়েলসের এর এক মুখপাত্র জানিয়েছেন, যে এই কথা সঠিক নয় ৷ তিনি আরও জানিয়েছেন প্রিন্স ওয়েলস ন্যাশানাল হেলথ সার্ভিসে-র ইউ কে -র বলে দেওয়া চিকিৎসা পদ্ধতি মেনে ছিলেন, এবং তাতেই তিনি সেরে উঠেছেন ৷