TRENDING:

করোনা রুখতে হোলি খেলবেন না মোদি, নিজেই জানালেন কারণ

Last Updated:

প্রধানমন্ত্রী একদিকে যখন সচেতনতার বার্তা দিচ্ছেন, অন্যদিকে ভারতে কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা বেড়়েই চলেছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: করোনা সংক্রমণ রুখতে এবার হোলি না খেলার সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ টুইট করে নিজেই একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ টুইটারে তিনি লিখেছেন, 'করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে বিশেষজ্ঞরা বেশি মানুষকে এক জায়গায় জড়ো না হওয়ার পরামর্শ দিয়েছেন৷ সেই কারণেই এবছর আমি কোনও হোলি মিলনোৎসবে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি৷'
advertisement

প্রধানমন্ত্রী একদিকে যখন সচেতনতার বার্তা দিচ্ছেন, অন্যদিকে ভারতে কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা বেড়়েই চলেছে৷ নয়াদিল্লিতে আইটিবিপি আইসোলেশন সেন্টারে যে ২১ জনকে আলাদা করে পর্যবেক্ষণে রাখা হয়েছিল, তাঁদের মধ্যে ১৫ জনের শরীরে করোনার জীবাণু মিলেছে৷ এই ১৫ জনের মধ্যে অবশ্য ১৪ জনই ইতালির নাগরিক৷

সোমবারই করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য আবেদন করে টুইট করেছিলেন প্রধানমন্ত্রী৷ একই সঙ্গে আশ্বস্ত করে তিনি জানিয়েছিলেন, দেশে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক এবং রাজ্য সরকারগুলি একজোট হয়ে কাজ করছে৷

advertisement

ইতিমধ্যেই গোটা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে তিন হাজার মানুষের মৃত্যু হয়েছে৷ ভারতে এখনও পর্যন্ত কোনও মৃত্যু না হলেও ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা৷ পাল্লা দিয়ে বাড়ছে আতঙ্কও৷

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা রুখতে হোলি খেলবেন না মোদি, নিজেই জানালেন কারণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল