TRENDING:

করোনা অসুরকে বধ করবে দৈব শক্তি, মন্দির খোলার দাবি জানিয়ে মোদিকে চিঠি পুরোহিতদের

Last Updated:

লকডাউন ঘোষণার পর থেকেই দেশের সমস্ত মন্দির এবং ধর্মীয় স্থান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মথুরা: করোনা ভাইরাস আসলে অসুর৷ একমাত্র দৈব শক্তিই এই অসুরকে বধ করতে পারে৷ এই যুক্তি দেখিয়েই সমস্ত মন্দির এবং তীর্থস্থান খুলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আর্জি জানাল পুরোহিতদের সর্বভারতীয় সংগঠন৷
advertisement

অখিল ভারতীয় তীর্থ পুরোহিত মহাসভার সর্বভারতীয় সভাপতি মহেশ পাঠক প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে দাবি করেছেন, 'যদি সব মন্দির এবং তীর্থস্থান খুলে দেওয়া হয়, তাহলে করোনা ভাইরাস কোনও ক্ষতি করতে পারবে না৷'

পাশাপাশি তিনি দাবি করেছেন, সমস্ত মন্দির বন্ধ করে রাখায় অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন পুরোহিতরা৷ তাঁদের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের দাবি করেছেন মহেশ পাঠক৷

advertisement

লকডাউন ঘোষণার পর থেকেই দেশের সমস্ত মন্দির এবং ধর্মীয় স্থান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার৷ ঠিক যেভাবে কারখানা, শিক্ষাকেন্দ্র, শপিং মল সহ প্রায় সবকিছুই বন্ধ রাখা হয়েছে৷ সর্বভারতীয় পুরোহিত সংগঠনের প্রধান মহেশ পাঠকের দাবি, যেহেতু কারখানার সঙ্গে একই বিধিনিষেধের আওতায় ফেলে মন্দির এবং ধর্মীয় স্থানগুলিকে বন্ধ রাখা হয়েছে, তাই ভগবানের রোষের শিকার হচ্ছে ভারত৷

advertisement

প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে পুরোহিতদের সংগঠন দাবি করেছে, বর্তমান পরিস্থিতিতে যাবতীয় সতর্কতা অবলম্বন করে মন্দির এবং ধর্মীয় স্থানগুলি খোলা সম্ভব৷ সংগঠনের সভাপতি পরে সাংবাদিকদের বলেন, 'মন্দির, ধর্মীয় স্থান বন্ধ থাকায় দেবতাদের সঙ্গে ভক্তদের দূরত্ব বেড়ে যাচ্ছে৷ যা বাড়িতে বসে প্রার্থনা করে মেটানো সম্ভব নয়৷ করোনা ভাইরাস আসলে একটি অসুর৷ শুধুমাত্র দৈবশক্তিই এর নিধন করতে পারে৷ আমি নিশ্চিত মন্দির, ধর্মীয় স্থান খুলে গেলে ভগবানই ভক্তদের কোনও বিপদের হাত থেকে রক্ষা করবেন৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

একই সঙ্গে উত্তরাখণ্ডের চার ধামেও ভক্তদের যেতে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি৷

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা অসুরকে বধ করবে দৈব শক্তি, মন্দির খোলার দাবি জানিয়ে মোদিকে চিঠি পুরোহিতদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল