TRENDING:

দিনে ১৮ ঘণ্টা কাজ করে ৪০০০, করোনার সঙ্গে লড়তে রাজ্যে তৈরি হচ্ছে ২ লাখ PPE কিট

Last Updated:

চিকিৎসক, নার্স ও সাফাই কর্মীদের পার্সোনাল প্রোটেকশন ইক্যুপমেন্ট সবার আগে দরকার।রাজ্য মজুতে সেই অর্থে পিপিই অতি সামান্য। এক কথায় নেই বললেই চলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: করোনার প্রকোপ থেকে বাঁচতে রাজ্যে লক ডাউন শুরু হয়ে যায়।ইতিমধ্যেই রাজ্যে নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের ভর্তি শুরু হয়ে যায় বেলেঘাটা আই ডি হাসপাতালে। কোভিড ১৯ ভাইরাসের বিশেষ বৈশিষ্ট্য হল দ্রুত ছড়িয়ে পড়া।অতি সংক্রামক সত্তার এই ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দেওয়া ও আক্রান্ত ব্যক্তির বর্জ্য সঠিক ভাবে নষ্ট করাটা যেকোন প্রতিষ্ঠানের কাছে বড় চ্যালেঞ্জ।
advertisement

রাজ্য করোনা মোকাবিলার প্রস্তুতির মাঝেই শুরু হয়ে যায় লক ডাউন।বাজার ঘাট, দোকান পাট, এমন কি পরিবহন ব্যবস্থাও বন্ধ হয়ে যায়।এমতো অবস্থায় চিকিৎসক, নার্স ও সাফাই কর্মীদের পার্সোনাল প্রোটেকশন ইক্যুপমেন্ট সবার আগে দরকার।রাজ্য মজুতে সেই অর্থে পিপিই অতি সামান্য। এক কথায় নেই বললেই চলে।

অবস্থা সামাল দিতে রাজ্য সরকারের  অধীনস্থ সংস্থা তন্তুজকে তৈরী হতে নির্দেশ দেওয়া হয়। তারা জানায়, দ্রুত দু লাখ পিপিই তারা তৈরী  রাজ্য সরকারকে দেবে।সেই বরাতে কাজ চলছে বর্তমানে বারাসাতে ও উত্তর ২৪ পরগনার নানান ব্লকে।একটি পিপিই কিটে থাকে পুরো শরীর আচ্ছাদন করা একটি কাপড়, চশমা, মাস্ক,টুপি,গ্লাভস,পায়ের জুতোকে কভার করা বিশেষ ধরনে শু কভার।বারাসাতে হচ্ছে এই সব পিপিই অ্যাসেম্বেলিং ও প্যাকেজিং।

advertisement

তন্তুজ থেকে বরাত পাওয়া সংস্থার কর্তা বলাই দে বলেন, তারা নন ওভেন এক ধরনের কাপড় দিয়ে জামা ও  প্যান্টকে কভার করা একটি মাত্র সিটে বস্ত্র বানিয়েছেন। স্বাস্থ্য দপ্তরের নির্দিষ্ট নিয়ম ও নির্দেশ মেনে।লক ডাইন শুরু হয়ে যাওয়ার পর অর্ডার আসায় প্রথমে যাতায়াতের বড় সমস্যা হচ্ছিল। এই জিনিসগুলি বানাবার র ম্যাটিরিয়াল যোগাড় করা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ।আর একটি বা দুটো নয়। এক লাখ পিপিই বানাবার দায়িত্ব তাদের উপর পড়েছে ।তাদের ক্ষমতা অনুযায়ী, দিনে চার হাজার পিপিই তারা তৈরী করছেন।বারাসাতে তাদের দফতরের সামনে এক প্রকার ওয়ার ফুটিং কাজ হচ্ছে। তিন লেয়ারে মাস্ক, সার্জিক্যাল গ্লাভস,জুতো টুপি ও কাপড় গাট্টি বেঁধে সরবরাহের কাজ শুরু করে দিয়েছেন তারা।এখানকার এক কর্মী শঙ্কর দাসের দাবী, শুধুমাত্র করোনা ফাইটাদের প্রোটেকশন তৈরী করতে ১৮ ঘন্টা টানা পরিশ্রম করছেন ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Rajorshi Roy

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
দিনে ১৮ ঘণ্টা কাজ করে ৪০০০, করোনার সঙ্গে লড়তে রাজ্যে তৈরি হচ্ছে ২ লাখ PPE কিট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল