TRENDING:

News18 Survey: করোনা পরবর্তী জীবন কেমন হবে আপনার? জানান আমাদের

Last Updated:

নিউজ১৮-এর তরফে তৈরি করা হল একটি বিশেষ পোল ৷ জানান আপনার মতামত ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ৩১ মে-র পর লকডাউন উঠে যাবে ? নাকি আরও সময়সীমা বাড়ানো হবে লকডাউনের ? তা নিয়ে এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকার কিছু ঘোষণা করেনি ৷ লকডাউন শিথীল হলেও কোন কোন ক্ষেত্রে আরও ছাড় পাওয়া যাবে ৷ তা নিয়েও চিন্তায় রয়েছেন সাধারণ মানুষ ৷ কিন্তু এ সবের মধ্যেও একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে ৷ তা হল লকডাউন উঠে গেলেও জীবনযাত্রায় সব কিছু কি আবার আগের মতো স্বাভাবিক হবে ? সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা কিংবা রেস্তোরাঁয় গিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে খাবার খাবেন আপনি ?
advertisement

ভ্রমণবিলাসীদের জন্যও করোনা পরবর্তী সময়টা অত্যন্ত কঠিন হতে চলেছে ৷ আগামী দু’বছর খুব প্রয়োজন না পড়লে, আপনি কি সোলো ট্রিপ, বন্ধু-বান্ধব বা পরিবারের লোকজনকে নিয়ে দেশ-বিদেশে পাড়ি জমাবেন ? এই প্রশ্নগুলি নিয়ে নিউজ১৮-এর তরফে তৈরি করা হল একটি বিশেষ পোল ৷ জানান আপনার মতামত ৷

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
News18 Survey: করোনা পরবর্তী জীবন কেমন হবে আপনার? জানান আমাদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল