TRENDING:

Unlock 3| আনলক ৩-এ কী কী ব্যবস্থা? সোমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মোদি

Last Updated:

রাজ্যগুলির বর্তমান পরিস্থিতি, স্বাস্থ্য ব্যবস্থা ও করোনা সংক্রমণ ঠেকাতে পরবর্তী কী কী ব্যবস্থা-- যাবতীয় বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীদের মোদি আলোচনা করবেন বলে সূত্রের খবর৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: রোজ বাড়ছে করোনা সংক্রমণ৷ ১৩ লক্ষ ছাড়িয়ে গিয়েছে ভারতে৷ ৩০ হাজারের বেশি মৃত্যু৷ এ হেন পরিস্থিতিতে আগামী ২৭ জুলাই অর্থাত্‍ সোমবার দেশের সব মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দেশের Covid-19 পরিস্থিতির পাশাপাশি Unlock 3.0 (আনলক ৩) নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করবেন প্রধানমন্ত্রী৷
advertisement

রাজ্যগুলির বর্তমান পরিস্থিতি, স্বাস্থ্য ব্যবস্থা ও করোনা সংক্রমণ ঠেকাতে পরবর্তী কী কী ব্যবস্থা-- যাবতীয় বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীদের মোদি আলোচনা করবেন বলে সূত্রের খবর৷ শুক্রবার দেশে একদিনে নতুন করে করোনা সংক্রমণ ৪৯ হাজার ৩১০ জনের৷ প্রতিদিনই আগের দিনের রেকর্ড ভেঙে যাচ্ছে সংক্রমণের নিরিখে৷ আরও ৭৪০ জনের মৃত্যু সহ দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৩০ হাজার ৬০১৷

advertisement

মার্চ মাসে প্রথম দফার লকডাউনের সময় থেকেই করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে একাধিক ভার্চুয়াল বৈঠক করেছেন মোদি৷ করোনা সংক্রমণ রুখতে ও পাশাপাশি অর্থনীতিকে মূলস্রোতে ফেরাতে মুখ্যমন্ত্রীদের মতামত নিয়েছেন তিনি৷

লকডাউন থেকে কী ভাবে ধীরে ধীরে বেরিয়ে এসে অর্থনীতিকে চাঙ্গা করা যায়, তা নিয়ে মে মাসে লকডাউন এগজিট প্ল্যানের বিষয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী৷ মে মাসের শেষ সপ্তাহে লকডাউন ৪-এর ঠিক আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেন টেলিফোনে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মোট জনসংখ্যার নিরিখে ভারতে করোনায় সংক্রমণ এবং মৃতের হার অনেক দেশের থেকে খুবই কম বলে দাবি করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। তাঁর বক্তব্য, দেশে গড় সুস্থতার হার ৬৩.৪৫ শতাংশ এবং ২.৩ শতাংশ মানুষ এই মারণ ভাইরাসের বলি হয়েছেন।

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Unlock 3| আনলক ৩-এ কী কী ব্যবস্থা? সোমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মোদি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল