করোনা সংক্রমণের বিরুদ্ধে লড়তে প্রত্যাশা মতোই বাড়ল লকডাউনের সময়সীমা ৷ মঙ্গলবার অর্থাৎ ১৪ এপ্রিল সকালে জাতির উদ্দেশে বার্তায় মোদি আগামী ৩মে অবধি দেশজুড়ে লকডাউন বাড়িয়ে নিয়ে যাওয়ার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
পূর্বানির্ধারিত সূচি অনুযায়ীই কাঁটায় কাঁটায় দশটায় টিভির পর্দায় হাজির হলেন মোদি ৷ পরনে সাদা কুর্তা, ঘাড় ও গলায় প্যাঁচানো গামছার মতো একখন্ড কাপড় ৷ লালপাড়, খয়েরি কালো সুতোয় কাজ করা গামছাটিই মোদির মুখ রক্ষার বর্ম ৷ সেই দিয়েই প্রধানমন্ত্রী নিজের মুখ নাক ঢেকে দেন ৷ মাস্ক না পেলেও করোনা থেকে বাঁচতে বাড়িতে তৈরি মাস্কের মতো ব্যবহার করা যেতে পারে এক টুকরো কাপড়, এমনকি গামছাও ৷ জাতির উদ্দেশে বার্তাতেও বারবার মাস্ক ব্যবহার করার অনুরোধ প্রধানমন্ত্রীর ৷ এমনকী মোদি, ঘরে তৈরি মাস্কের উপর বেশি জোর দেন ৷
advertisement
মোদির গলার এই গামছা নিঃসন্দেহে নজর কেড়েছে গোটা দেশের ৷ দেশবাসীকে সচেতন করার জন্য নিজের ট্যুইটারেরও প্রোফাইল ফটো পরিবর্তন করে ফেলেছেন প্রধানমন্ত্রী ৷ গামছা দিয়ে নাক মুখ ঢাকা ফটোকেই আপাতত সচেতনতা প্রচারের হাতিয়ার করেছেন তিনি ৷
