TRENDING:

Nashik Oxygen Tanker Leak Tragedy: নাসিকের হাসপাতালে দমবন্ধ হয়ে ২২ করোনা রোগীর মৃত্যু, গভীর শোকপ্রকাশ মোদি-রাহুলের

Last Updated:

মহারাষ্ট্রের নাসিকের ডক্টর জাকির হুসেন হাসপাতালের এ দিনের মর্মান্তিক ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi), কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নাসিকঃ অক্সিজেন ট্যাঙ্কার লিক (Oxygen Tanker Leak) হয়ে যাওয়ায় ৩০ মিনিট বন্ধ ছিল হাসপাতালের অক্সিজেন সরবরাহ (Oxygen Supply)। আর তাতেই দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ২২ করোনা রোগীর (Corona Positive Patients)। মর্মান্তিক ঘটনাটি মহারাষ্ট্রের নাসিকের ডক্টর জাকির হুসেন হাসপাতালের। এ দিনের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) , কংগ্রস নেতা রাহুল গান্ধি (Rahul Gndhi)।
advertisement

ট্যুইটার হ্যান্ডেলে মোদি শোকজ্ঞাপন করে লিখেছেন, "নাসিক হাসপাতালে অক্সিজেন লিক করে রোগী মৃত্যুর ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। মৃতদের পরিবারের সদস্যদের  সমবেদনা জানাই।" রাহুল গান্ধি ট্যুইট করে ঘটনায় গভীর শোকজ্ঞাপন করেছেন। লেখেন, "নাসিক হাসপাতালের রোগী মৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মান্তিক। পরিবারের প্রতি সমবেদনা জানাই। মহারাষ্ট্র সরকার এবং কংগ্রেস নেতৃত্বের কাছে অনুরোধ, সকলে মৃতদের পরিবারের পাশে থাকুন।"

advertisement

সূত্রের খবর, বুধবার সকাল সাড়ে দশ'টা নাগাদ ট্যাঙ্কার লিক হয়ে যাওয়ায়  পরিস্থিতি সামাল দিতে বন্ধ করা হয়েছিল ভেন্টিলেটর। তার জেরেই একে একে ২২ করোনা রোগীর মৃত্যু হয়েছে। মর্মান্তিক ঘটনায় ইতিমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকার। প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থল খতিয়ে দেখছেন।

advertisement

মহারাষ্ট্রের মন্ত্রী রাজেন্দ্র শিংগানে বলেন, "দুর্ভাগ্যজনক ঘটনা। ট্যাঙ্কারের দেওয়ালে লিক হয়ে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে যা জানা গিয়েছে, তাতে ১১ জনের মৃত্যু হয়েছে। আমরা বিস্তারিত রিপোর্ট পাওয়ার যথাসম্ভব চেষ্টা করছি। যারা এই ঘটনার জন্য দায়ী, তাদের কোনওভাবেই রেয়াত করা হবে না। "

সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, বুধবার নাসিকে জাকির হোসেন হাসপাতালের ট্যাঙ্কারে অক্সিজেনের রিফিলিংয়ের সময়ে একটি ট্যাঙ্কে লিক ধরা পড়ে। সঙ্গে সঙ্গেই সেই লিক দিয়ে অক্সিজেন বেরিয়ে গোটা হাসপাতাল চত্ত্বর সাদা ধোঁয়ায় ঢেকে যায়। অক্সিজেনের লিকের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেটি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ভিডিওতে দেখা যাচ্ছে, মুহূর্তের মধ্যে চারিদিক সাদা ধোঁয়ায় ঢেকে যাচ্ছে। এ দিকে-ও দিকে দৌড়াদৌড়ি করছেন হাসপাতালের কর্মী-আধিকারিকরা। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, করোনা আক্রান্তদের জন্য এই হাসপাতাল চালাচ্ছিল নাসিক পুরসভা। বর্তমানে এখানে ১৫০জন রোগী চিকিৎসাধীন। তাঁদের মধ্যে ২৩জন ভেন্টিলেটরে ছিলেন। তার মধ্যে ২২ জনের মৃত্যু হয়, একজনকে বাঞ্চান সম্ভব হয়েছে।

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Nashik Oxygen Tanker Leak Tragedy: নাসিকের হাসপাতালে দমবন্ধ হয়ে ২২ করোনা রোগীর মৃত্যু, গভীর শোকপ্রকাশ মোদি-রাহুলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল