করোনা লকডাউনের এই সঙ্কটময় পরিস্থিতিতে আমাদের বাঁচিয়ে রেখেছে লোকাল অর্থাৎ দেশের মাটিতে তৈরি পণ্য ৷ মঙ্গলবার রাত আটটায় জাতির উদ্দেশে ভাষণে এভাবেই মেক ইন ইন্ডিয়া অ্যাজেন্ডা অর্থাৎ স্বদেশি-দেশীয় পণ্যের ভূয়সী প্রশংসা শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে ৷
তিনি বলেন, ‘ভারতের নাগরিকদের প্রয়োজনের সমস্ত জিনিস দেশের মাটিতেই তৈরি হয় ৷ বিপদের সময় গ্লোবাল ব্যান্ডের বদলে আমাদের চাহিদা মিটিয়েছে দেশীয় পণ্য ৷ অতএব এবার প্রত্যেক ভারতবাসীর দায়িত্ব বিপদের সময়ের বন্ধুকে কাছে টেনে নেওয়ার ৷ দেশীয় পণ্য ব্যবহার করুন ও অবশ্যই তার প্রচার করুন ৷ আন্তর্জাতিক মানের ব্যান্ডগুলোও একদিন লোকাল ছিল ৷ তাদের বিখ্যাত করেছে প্রচার ৷ অতএব এবার লোকাল-এর জন্য ভোকাল হতে হবে প্রত্যেক ভারতবাসীকে ৷’
advertisement
প্রধানমন্ত্রীর মতে, এতেই লুকিয়ে আছে ভারতের অর্থনীতিকে সতেজ করে তোলার চাবিকাঠি ৷
ভারতকে আত্ননির্ভর ও স্বয়ংসম্পূর্ণ করে তুলতে দেশের মাটিতে তৈরি চাহিদা, দেশীয় পণ্য উৎপাদন করেই মেটাতে হবে ৷ তবেই ঘুরবে অর্থনীতির চাকা ৷ ১৩০ কোটি মানুষের দেশ তো আসলে বিপুল বাজার ৷ দেশীয় পণ্যে চাহিদা তৈরি হলে বাড়বে কর্মসংস্থানও ৷
আত্মনির্ভরতার মোড়কে মোদির দেশীয় দ্রব্য ব্যবহার ও প্রচারে অনেকটা স্বাধীনতাপূর্ব স্বদেশী আন্দোলনের সুর ৷ এই উদ্যোগ সফল হলে প্রধানমন্ত্রীর আশা দেশের ক্ষুদ্র, ছোট-মাঝারি শিল্প আবারও ঘুরে দাঁড়াবে৷ নিরাপত্তাহীনতায় ভুগবেন না অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকেরা ৷ উপকৃত হবে মধ্যবিত্ত মানুষও ৷ সাধ্য মতো দামে মিলবে প্রয়োজনীয় জিনিস ৷ তাই এদিন থেকেই শুধু মাত্র দেশীয় পণ্যের ব্যবহার ও প্রচারের ডাক দিলেন মোদি ৷
আত্মনির্ভরতার জন্য প্রধানমন্ত্রী এদিন ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন। যা দেশের জিডিপি-এর ১০ শতাংশ বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আগে রিজার্ভ ব্যাঙ্ক যে প্যাকেজ ঘোষণা করেছিল আর এই প্যাকেজ মিলে মোট ২০ লক্ষ কোটি টাকার অনুদান ঘোষিত হল এদিন। এতে দেশের প্রতিটি বর্গ, প্রতিটি স্তরের মানুষ সহায়তা পাবে, জানাচ্ছেন প্রধানমন্ত্রী। তিনি বলছেন- "২০২০ তে বিকাশযাত্রাকে গতি দেবে এই ২০ লক্ষ কোটি টাকা।"