এ দিন সকালে একই ছবি দেখা গিয়েছে উত্তর চব্বিশ পরগণার বারাসতে৷ সেখানে বাস পরিষেবা স্বাভাবিক করতে রাস্তায় নামতে হয় উত্তর চব্বিশ পরগণার আরটিও অমলেন্দু ঘোষকে৷ একই সঙ্গে উত্তর চব্বিশ পরগণার আইএনটিটিইউসি জেলা সভাপতি তাপস দাশগুপ্ত সহ কর্মী সংগঠনের নেতারাও পথে নামেন। সকাল থেকে বাস না পেয়ে বারাসত শহরে যাত্রী দুর্ভোগ বাড়ছিল৷ যাত্রী দুর্ভোগ কমাতে বাধ্য হয়েই পথে নামেন আরটিও অমলেন্দু ঘোষ৷ তিনি জানান, উত্তর চব্বিশ পরগণার বারাসত থেকে প্রতিদিন ৭৫০টি বাস যাত্রীদের পরিষেবা দেয়৷ এ দিন সকাল ৯টা পর্যন্ত ৪১০টি বাস ছেড়েছে বলে দাবি করেন ওই সরকারি আধিকারিক।
advertisement
সরকারি আধিকারিক এই দাবি করলেও বাস্তবের ছবির সঙ্গে কিন্তু তা মেলেনি৷ বারাসত সহ যশোর রোডের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে সকাল থেকেই প্রচুর সংখ্যক যাত্রীদের বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে৷