TRENDING:

এবার বাবা রামদেবের পতঞ্জলি সারাবে করোনা! শুরু হল ওষুধের ট্রায়াল

Last Updated:

দাবি, শুধু ইমিউনিটি বাড়ানোই নয়, এই ওষুধ শরীর থেকে করোনাকে সম্পূর্ণ নির্মূল ও ধ্বংস করবে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: অতিমারি করোনার দাপট ক্রমেই বেড়ে চলেছে ৷ গোটা বিশ্বের সঙ্গে ভারতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ মারণ করোনাকে রুখতে দুনিয়া জুড়ে গবেষকরা ভাইরাসের প্রতিষেধক খুঁজতে নিরন্তর দিনরাত চেষ্টা চালাচ্ছেন ৷ বহু ওষুধ সম্ভাবনা দেখালেও সরকারিভাবে এখনও কিছু সামনে আসেনি ৷ এবার সেই যুদ্ধের ময়দানে নামল বাবা রামদেবের সংস্থাও ৷ এবার করোনা রুখতে ওষুধ খোঁজে উদ্যোগী হল পতঞ্জলি গ্রুপ ৷
advertisement

প্রতিষেধক বানানোর  ভারতের আয়ুর্বেদ দ্রব্য ও ওষুধ প্রস্তুতকারী সংস্থা যোগগুরু রামদেব বাবার সংস্থার তরফে জানানো হয়েছে, কোভিড ১৯-কে নিষ্ক্রিয় করতে খুব শিগগিরই আসছে ওষুধ ৷ পতঞ্জলি আবিষ্কৃত সম্পূর্ণ ভেষজ এই প্রতিষেধকের ক্লিনিক্যাল ট্রায়াল ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ৷

কোটি কোটি টাকা বিনিয়োগ নিয়ে ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারে মত্ত জনসন অ্যান্ড জনসন, মর্ডাণ ফার্মা, গ্যলাক্সি ফার্মার পাশে তালিকায় নাম জুড়ল রামদেবের সংস্থার ৷   পতঞ্জলি সংস্থার ম্যানেজিং ডিরেক্টর বালকৃষ্ণ জানিয়েছেন, ভারতে করোনা সংক্রমণের প্রথম থেকেই সংক্রামিত রোগীর চিকিৎসা করে আসছে পতঞ্জলি ৷ তাদের প্রতিষেধকের ক্লিনিক্যাল ট্রায়াল আরম্ভ হয়ে গিয়েছে বলে জানিয়েছে বালকৃষ্ণ ৷ তাঁর দাবি, শুধু ইমিউনিটি বাড়ানোই নয়, এই ওষুধ শরীর থেকে করোনাকে সম্পূর্ণ নির্মূল ও ধ্বংস করবে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

উল্লেখ্য, পতঞ্জলি প্রোডাক্টের গুণমান নিয়ে সংস্থা বহুবার বিতর্কে জড়ালেও ২০১৯ আর্থিক বছরে কোম্পানির লাভের অঙ্ক ছিল ৪ হাজার ৫০০ কোটি ৷ প্রায় ৫০ হাজারের ওপর কর্মী পতঞ্জলির হয়ে কাজ করেন ৷ কোভিড ১৯ নিয়ে সরকারিভাবে কোনও প্রতিষেধক এখনও ঘোষণা হয়নি ৷ সব সম্ভাবনাই এখন পরীক্ষারস্তরে ৷ এর মাঝে যদি পতঞ্জলির তৈরি করা প্রতিষেধক ক্লিনিক্যাল ট্রায়াল পাশ করে যায় তাহলে তা বিপ্লবের থেকে কম হবে না ৷

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
এবার বাবা রামদেবের পতঞ্জলি সারাবে করোনা! শুরু হল ওষুধের ট্রায়াল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল