প্রতিষেধক বানানোর ভারতের আয়ুর্বেদ দ্রব্য ও ওষুধ প্রস্তুতকারী সংস্থা যোগগুরু রামদেব বাবার সংস্থার তরফে জানানো হয়েছে, কোভিড ১৯-কে নিষ্ক্রিয় করতে খুব শিগগিরই আসছে ওষুধ ৷ পতঞ্জলি আবিষ্কৃত সম্পূর্ণ ভেষজ এই প্রতিষেধকের ক্লিনিক্যাল ট্রায়াল ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ৷
কোটি কোটি টাকা বিনিয়োগ নিয়ে ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারে মত্ত জনসন অ্যান্ড জনসন, মর্ডাণ ফার্মা, গ্যলাক্সি ফার্মার পাশে তালিকায় নাম জুড়ল রামদেবের সংস্থার ৷ পতঞ্জলি সংস্থার ম্যানেজিং ডিরেক্টর বালকৃষ্ণ জানিয়েছেন, ভারতে করোনা সংক্রমণের প্রথম থেকেই সংক্রামিত রোগীর চিকিৎসা করে আসছে পতঞ্জলি ৷ তাদের প্রতিষেধকের ক্লিনিক্যাল ট্রায়াল আরম্ভ হয়ে গিয়েছে বলে জানিয়েছে বালকৃষ্ণ ৷ তাঁর দাবি, শুধু ইমিউনিটি বাড়ানোই নয়, এই ওষুধ শরীর থেকে করোনাকে সম্পূর্ণ নির্মূল ও ধ্বংস করবে ৷
advertisement
উল্লেখ্য, পতঞ্জলি প্রোডাক্টের গুণমান নিয়ে সংস্থা বহুবার বিতর্কে জড়ালেও ২০১৯ আর্থিক বছরে কোম্পানির লাভের অঙ্ক ছিল ৪ হাজার ৫০০ কোটি ৷ প্রায় ৫০ হাজারের ওপর কর্মী পতঞ্জলির হয়ে কাজ করেন ৷ কোভিড ১৯ নিয়ে সরকারিভাবে কোনও প্রতিষেধক এখনও ঘোষণা হয়নি ৷ সব সম্ভাবনাই এখন পরীক্ষারস্তরে ৷ এর মাঝে যদি পতঞ্জলির তৈরি করা প্রতিষেধক ক্লিনিক্যাল ট্রায়াল পাশ করে যায় তাহলে তা বিপ্লবের থেকে কম হবে না ৷