TRENDING:

করোনায় মৃত সাফাইকর্মীর আত্মীয়, রাষ্ট্রপতি ভবনেও করোনা আতঙ্ক

Last Updated:

ঘটনার কথা সামনে আসার সঙ্গে সঙ্গেই রাষ্ট্রপতি ভবনে ওই সাফাইকর্মীর ঘর এবং তার আশপাশের এলাকা সিল করে দেওয়া হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এবার রাষ্ট্রপতি ভবনের ভিতরেও করোনা আতঙ্ক৷ সূত্রের খবর অনুযায়ী, রাষ্ট্রপতি ভবনের এক সাফাই কর্মীর আত্মীয় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন৷ মৃত ব্যক্তির শেষকৃত্য এবং পারলৌকিক কাজ অংশ নিয়েছিলেন রাষ্ট্রপতি ভবনের ওই সাফাইকর্মী৷ ঘটনার কথা সামনে আসার সঙ্গে সঙ্গেই রাষ্ট্রপতি ভবনে ওই সাফাইকর্মীর ঘর এবং তার আশপাশের এলাকা সিল করে দেওয়া হয়েছে৷
advertisement

জানা গিয়েছে, রাষ্ট্রপতি ভবনের এ পকেটের ১৭ নম্বর গেটের কাছে ওই সাফাইকর্মী থাকেন৷ রাষ্ট্রপতি ভবনের আধিকারিকদের দফতরে তিনি কাজ করেন৷ ইতিমধ্যেই গোটা এলাকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা মেনে সিল করা হয়েছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

ওই সাফাইকর্মী তাঁর পরিবারের তিরিশ জন সদস্যকে নিয়ে রাষ্ট্রপতি ভবনে প্রেসিডেন্সিয়াল এস্টেট-এ বসবাস করেন৷ তাঁদের প্রত্যেককেই সেল্ফ আইসোলেশনে থাকতে বলা হয়েছে৷ পাশাপাশি যে আধিকারিকের দফতরে ওই সাফাইকর্মী কাজ করেন তাঁকেও আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷ তবে স্বস্তির খবর, ওই সাফাইকর্মী বা তাঁর পরিবারের কারও শরীরে করোনা সংক্রমণের প্রমাণ মেলেনি৷

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনায় মৃত সাফাইকর্মীর আত্মীয়, রাষ্ট্রপতি ভবনেও করোনা আতঙ্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল