TRENDING:

ভ্যাকসিন নিয়েও কীভাবে করোনা আক্রান্ত ইমরান খান? উঠে আসছে বেশ কিছু তথ্য...

Last Updated:

তাহলে কী ভ্যাকসিন নিলেও হবে না সুরাহা? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ইসলামাবাদ: শনিবার করোনা আক্রান্ত হন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ আপাতত হোম আইসোলেশনে রয়েছেন তিনি৷ ইমরানের বয়স ৬৮, করোনার হাল্কা উপসর্গ দেখা গিয়েছে তাঁর৷ জানিয়েছেন সংক্রমক রোগ বিশেষজ্ঞ এবং ইমরানের স্বাস্থ্য সহায়ক ডাঃ ফাইসল সুলতান৷ তবে করোনার টিকা দেওয়ার পর ইমরান আক্রান্ত হন৷ ১৮ মার্চ করোনার টিকার প্রথম ডোজ নেন পাক প্রধানমন্ত্রী৷ তারপরই করোনা সংক্রমিত হন তিনি৷ ফলে করোনার টিকাকরণ নিয়ে সংশয় তৈরি হয়েছে বহু মানুষের মধ্যে৷ এমনিতেই করোনা টিকাকরণ নিয়ে বহু মানুষের মনে প্রশ্ন রয়েছে৷ করোনার ভ্যাকসিন কতটা কার্যকরী বা এর ফলে শরীরে কোনও সমস্যা তৈরি হবে কিনা, সেই প্রশ্ন ঘরপাক খাচ্ছে অনেকের মনে৷ তারই মাঝে টিকা নেওয়ার দু’দিনের মধ্যে ইমরান করোনা আক্রান্ত হওয়ায় টিকাকরণ নিয়ে দ্বিধা ছড়িয়েছে৷
advertisement

তবে এর পক্ষে বেশ কয়েকটি যুক্তি উঠে এসেছে৷ চিকিৎসকরা জানাচ্ছেন যে ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার সঙ্গে সঙ্গেই শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় না৷ একই সঙ্গে মাত্র দু’দিনে শরীরে ভ্যাকসিনের প্রভাব সেভাবে দেওয়া যায় না, বলছেন বিশেষজ্ঞরা৷ অর্থাৎ ভ্যাকসিন শরীরে কার্যকর হতে বেশ কিছুটা সময় প্রয়োজন৷ তার সঙ্গে দু’টি ডোজের ভ্যাকসিন ভীষণভাবে জরুরী৷

advertisement

অন্য একটি তথ্যও উঠে আসছে ইমরানের করোনা আক্রান্ত হওয়ার পিছনে৷ বলা হচ্ছে যে ভ্যাকসিন নেওয়ার আগেই সম্ভবত তাঁর শরীরে করোনার সংক্রমণ ঘটে৷ কোনও অস্বস্তি না হওয়ায় পরীক্ষা হয়নি৷

advertisement

বহু দেশেই টিকাকরণের হার খুব কম, এই সংশয়ের ফলে টিকাকরণ আরও পিছিয়ে পড়ুক, চাইছেন না বিশেষজ্ঞ মহল৷ তাই টিকা নেওয়ার পরও ইমরানের করোনা আক্রান্ত হওয়ার খবরকে খুব বেশি আমল দিতে চাইছেন না অভিজ্ঞ মহল৷ কারণ তাঁদের মতে করোনার সঙ্গে লড়তে প্রাথমিকভাবে টিকাকরণ খুবই গুরুত্বপূর্ণ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পাকিস্তানের করোনা পরিস্থিতি খুবই করুণ৷ এখনও পর্যন্ত ৬২৫০০০ জন আক্রান্ত হয়েছেন এবং ১৪০০০জনের মৃত্যু হয়েছে৷ তবে সেখানে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে৷ সপ্তাহ খানেক আগে পঞ্জাব প্রদেশের সমস্ত রেস্তোরাঁ সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
ভ্যাকসিন নিয়েও কীভাবে করোনা আক্রান্ত ইমরান খান? উঠে আসছে বেশ কিছু তথ্য...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল