ইতিমধ্যেই ১৭ রাজ্য-কেন্দ্রশাসিত অঞ্চলে এক দেশ এক রেশন কার্ডের কাজ শেষ হয়েছে ৷ ওড়িশা, মিজোরাম, নাগাল্যান্ডের কাজ চলছে দ্রুত গতিতে ৷ এই প্রকল্প শুরু হওয়ার পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে এক দেশ এক রেশনের সুবিধা পান জনগণ ৷ এর জন্য পুরনো রেশন কার্ড জমা দিয়ে নতুন কার্ডের আবেদন করতে হবে ৷ দেশের যে কোনও নাগরিকই এই ব্যবস্থার সম্পূর্ণ লাভ গ্রহণ করতে পারবেন ৷
advertisement
অনলাইনে রেশনকার্ড আবেদন করা যাবে তার জন্য যে যে বিষয় মানতে হবে সেগুলি হল - রাজ্যের খাদ্য দফতরের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে ৷ নিজের ভাষা বেছে ব্যক্তিগত তথ্য যেমন নাম, ঠিকানা, জেলা, থানা, পঞ্চায়েত সম্পর্কিত বিবরণ দিতে হবে ৷ কার্ডের প্রকার ভেদ অর্থাৎ এপিএল, বিপিএল সংক্রান্ত বিষয়ে তথ্য দিতে হবে, সঙ্গে পঞ্চায়েত প্রধানের নাম, আধার নম্বর, ভোটার আইডি, ব্যাঙ্কের পাসবই, মোবাইল নম্বর ইত্যাদি দিতে হবে ৷ সমস্ত তথ্য দিয়ে সাবমিট বোতামটি প্রেস করতে হবে ৷ সব কাজ সম্পন্ন হলে একটি প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে ৷
